চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ


স্টাফ রিপোর্টার :
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারী পরোয়ানা জারি এবং গত মঙ্গলবার স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি সফিউল বারী বাবুকে পুলিশি হামলায় আহত করার প্রতিবাদে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের জুয়েল ভূঁইয়াকে মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলহাজ অ্যাড. মো. জাহাঙ্গির হোসেন খান।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হযরত আলী ঢালীর পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোলায়মান ঢালী, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেরাজ আহমেদ চোকদার, যুগ্ম-আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন শিশু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোকন মিজি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা কবির মাঝি, আবু সুফিয়ান মিয়াজী,কালু বকাউল, আবুল বাশার খান, খোকন বেপারী, জহির দেওয়ান, ফজলু রহমান, মামুন চৌধুরী, নেকু খানসহ জেলা, সদর ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।