আজ থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু

এস এম সোহেল :
আজ থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হবে। এতে চাঁদপুর জেলার ৭৩টি কেনেদ্র ৫২ হাজার ৭শ’ ৬২ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিবে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এক ও অভিন্ন সময়সূচিতে সারা দেশের মতো চাঁদপুর জেলার ৮ উপজেলায় এ পরীক্ষা শুরু হচ্ছে।
জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা বিভাগের সূত্র মতে এবারের ৪৯টি কেন্দ্রে জেএসসি পরীক্ষার কেন্দ্র এবং পরীক্ষার্থীর সংখ্যা ৪২ হাজার ৪শ’ ৮১জন। ২৪টি কেন্দ্রে জেডেসি পরীক্ষায় ১০ হাজার ২শ’ ৮১ জন পরীক্ষার্থী অংশ নিবে। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ইতোমধ্যে প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়। এতে বেশ ক’টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা বিভাগের প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুর সদরের জেএসসি পরীক্ষার ৭টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৬শ’ ৬৮ জন। কেন্দ্রগুলো হলো- হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বাবুরহাট উচ্চ বিদ্যালয়, ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়, এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়, বাগাদী গণি উচ্চ বিদ্যালয় ও খেরুদিয়া দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ।
ফরিদগঞ্জ উপজেলায় জেএসসি পরীক্ষার ১০টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৯শ’ ৬ জন। কেন্দ্রগুলো হলো- ফরিদগঞ্জ এ.আর পাইলট উচ্চ বিদ্যালয়, গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়, চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয়, রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয়, ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়, চির্কা চাঁদপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় ও শোল্লা স্কুল এন্ড কলেজ।
হাজীগঞ্জের জেএসসির ৭টি কেন্দ্রের পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৩শ’ ১৩ জন। কেন্দ্রগুলো হলো- হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, বলাখাল জে.এন উচ্চ বিদ্যালয়, রামপুর উচ্চ বিদ্যালয়, রাজারগাঁও উচ্চ বিদ্যালয় ও পালিশারা উচ্চ বিদ্যালয়।
শাহ্রাস্তির ৫টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৩শ’ ৫৮। কেন্দ্রগুলো হলো- শাহ্রাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়, চিতোষী আর এম উচ্চ বিদ্যালয়, সূচিপাড়া উচ্চ বিদ্যালয়, সুয়াপাড়া জি.কে উচ্চ বিদ্যালয় ও নিজমেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়।
কচুয়ার ৬টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৪শ’ ২২। কেন্দ্রগুলো হলো- কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, আশেক আলী খান উচ্চ বিদ্যালয়, সাচার উচ্চ বিদ্যালয়, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়, পালাখাল উচ্চ বিদ্যালয় ও জগতপুর উচ্চ বিদ্যালয়।
মতলব দক্ষিণ উপজেলার জেএসসির ৪টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ২শ’ ১৯ জন। কেন্দ্রগুলো হলো- মতলব জে.বি পাইলট উচ্চ বিদ্যালয়, নারায়াণপুর পপুলার উচ্চ বিদ্যালয়, আধারা উচ্চ বিদ্যালয় ও আলহাজ তাফাজ্জ্বল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়।
মতলব উত্তর উপজেলার জেএসসির ৯টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৯শ’ ১ জন। কেন্দ্রগুলো হলো- ছেঙ্গারচর উচ্চ বিদ্যালয়, বাগানবাড়ী আইডিয়েল একাডেমী, নাউড়ী আহমদিয়া উচ্চ বিদ্যালয়, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়, নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয়, দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং ওটারচর উচ্চ বিদ্যালয়।
হাইমচরের ১টি মাত্র কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬শ’ ৯৯ জন। কেন্দ্রটি হচ্ছে হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়।
জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা বিভাগের প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুর সদরের ৩টি জেডিসির পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪শ’ ৪৭ জন। কেন্দ্রগুলো হলো- আহমদীয়া ফাযিল মাদ্রাসা, ওসমানীয়া ফাযিল মাদ্রাসা ও নিষ্ণুদী ইসলামীয়া আলিয়া মাদ্রাসা।
ফরিদগঞ্জ উপজেলার জেডিসির ৫টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৩শ’ ৩১ জন। কেন্দ্রগুলো হলো- ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা, চান্দ্রা ছামাদিয়া ফাযিল মাদ্রাসা, রূপসা বাজার ফাযিল মাদ্রাসা, রামপুর বাজার ফাযিল মাদ্রাসা ও মুন্সিরহাট আলিয়া মাদ্রাসা।
হাজীগঞ্জ উপজেলার ৩টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪শ’ ৫৯ জন। কেন্দ্রগুলো হলো- হাজীগঞ্জ আলীয়া মাদ্রাসা, বেলচোঁ কারিমাবাদ ফাযিল মাদ্রাসা ও রাজারগাঁও ফাযিল মাদ্রাসা।
শাহ্রাস্তি উপজেলার ২টি কেন্দ্রের জেডিসি পরীক্ষার্থীর সংখ্যা ৯শ’ ৩ জন। কেন্দ্রগুলো হলো- ভোলদিঘী কামিল মাদ্রাসা ও নুনিয়া ফাযিল মাদ্রাসা।
কচুয়ার উপজেলার ৫টি কেন্দ্রের জেডিসি পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৫৯ জন। কেন্দ্রগুলো হলো- নিশ্চিন্তপুর ডি.এস কামিল মাদ্রাসা, বিতারা দাখিল মাদ্রাসা, চৌমুহনী ডি.এস আলিয়া মাদ্রাসা, মনোহরপুর ফাজিল মাদ্রাসা ও রাগদৈল ইসলামিয়া আলিয়া মাদ্রাসা।
মতলব দক্ষিণ উপজেলার ৩টি কেন্দ্রে জেডিসি পরীক্ষার্থীর সংখ্যা ৭শ’ ৭২ জন। কেন্দ্রগুলো হলো- মতলব দারুল উলুম ইসলামিয়া ফাযিল মাদ্রাসা, ঘিলাতলী ফাযিল মাদ্রাসা ও খর্গপুর ফাজিল মাদ্রাসা।
মতলব উত্তরের ২টি জেডিসি কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ৫শ’ ৫৫ জন। কেন্দ্রগুলো হলো- ফরাজীকান্দি কামিল মাদ্রাসা ও আউলিয়াবাগ দাখিল মাদ্রাসা।
হাইমচরে উপজেলায় ১টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৬শ ৮৪ জন। কেন্দ্র- আলগীবাজার আলিম সিনিয়র মাদ্রাসা।