স্টাফ রিপোর্টার
আজ ৮ ডিসেম্বর চাঁদপুর পাকিস্তানী হানাদার মুক্ত দিবসে বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বিগত বছরের মতো এ বছরও চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ২৭তম মুক্তিযুদ্ধের বিজয় মেলার আজ শনিবার বিকেল ৩টায় আনুষ্ঠানিক উদ্বোধন করবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। উদ্বোধক হিসেবে থাকবেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মো. জিহাদুল কবির পিপিএম এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করবেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার উপদেষ্টা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
অনুষ্ঠানে উপস্থিত থাকতে চাঁদপুরবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. বদিউজ্জামান কিরণ, উদযাপন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মহসিন পাঠান ও মহসচিব হারুন আল রশিদ।
উল্লেখ্য, এ বছর বিজয় মেলার মাঠে অনেকটাই ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে রয়েছে ব্রেস্ট ফিডিং ও রক্তের গ্রুপ নির্ণয় স্টলটি। এছাড়া বিজয় মেলায় বিগত বছরের মত এবছরও ১শ’ ৩০টি বাণিজ্যিক স্টল স্থাপন করা হয়েছে। রয়েছে মহান মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহ নিয়ে স্মৃতি সংরক্ষণের একটি বিশাল চিত্র প্রদর্শনী স্টল, গেটের দু’পাশে রয়েছে পুলিশ কন্ট্রোল রুম।
চাঁদপুরে সাংস্কৃতিক সংগঠনগুলোর বিনোদন প্রদর্শনীর জন্য তৈরি করা হয়েছে বিশাল আকারের একটি বিজয় মঞ্চ। বিগত বছরের মতো এ বছর ২৭তম মুক্তিযুদ্ধের বিজয় মেলা মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মাঠেই তা অনুষ্ঠিত হচ্ছে। প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষা দেয়ার লক্ষ্যে এই মেলার আয়োজন।
১৯৭১ সালে ৭ই মার্চ জাতির জনকের ভাষণের পর চাঁদপুরে মুক্তিযোদ্ধারা এই মাঠে প্রথম প্রশিক্ষণ শুরু করে। এখানে প্রশিক্ষণ নিয়ে বীর মুক্তিযোদ্ধারা দেশমাতৃকাকে শত্রুমুক্ত করতে সেদিন যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিলেন। তাই এই মাঠটি মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে আসছে। ১৯৯২ সাল থেকে শুরু হওয়া মুক্তিযুদ্ধের বিজয় মেলা এ বছর ২৭তম বিজয় মেলায় এসে দাঁড়িয়েছে।
- Home
- প্রথম পাতা
- আজ চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন
Post navigation
