আজ হাজীগঞ্জ পৌর মেয়র ভারত যাচ্ছেন

চিকিৎসার জন্য

 

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :

চিকিৎসার জন্য হাজীগঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আসম মাহবুব-উল আলম লিপন আজ রোববার ভারত যাচ্ছেন। তিনি চিকিৎসা ও শারীরিক চেকআপ করাতে ভারতের আগরতলা ও কলকাতা হয়ে ব্যঙ্গালোর ও মাদ্রাজে ৮ দিন অবস্থান করবেন। আগামি ১৮ ডিসেম্বর তাঁর দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।

এক প্রতিক্রিয়ায় আসম মাহবুব উল আলম লিপন পৌর এলাকার নাগরিকসহ রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া কামনা করেন এবং সময় স্বল্পতার জন্য সবার সাথে দেখা ও কথা বলতে পারেন নাই বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, মেয়র আসম মাহবুব উল আলম লিপন চলতি বছরের শুরুতেই হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা শেষে আবারো পৌরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করেন তিনি।