স্টাফ রিপোর্টার :
আল-কারীম একাডেমি চাঁদপুরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার সকাল ১০টায় চাঁদপুর শহরের তালতলা অবস্থিত একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী।
একাডেমির কার্যনিবাহী পরিষদের সভাপতি আলহাজ শাহ্ মো. আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-কারীম ডেভেলপমেন্ট বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. জয়নাল আবেদীন, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক মো. জাকির হোসেন, পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব আলহাজ মাও. আব্দুস সালাম, তালতলা বকাউল বাড়ি রোড বাইতুন নূর জামে মসজিদের খতিব মাও. মোশাররফ হোসেন, তালতলা মিয়াজী বাড়ি জামে মসজিদের খতিব মাও. জুনায়েদ হোসেন, কারীমিয়া রজবিয়া দারুল উলুম মাদরাসার পরিচালক মুফতি আমির হোসাইন বিন নূরী। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মো. জসিম উদ্দিন, মাও. জামাল উদ্দিন, মো. নেছার উদ্দিন, মো. মনির হোসেন, মঞ্জুর হোসেন প্রমুখ।
প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ওমর ফারুক শাহীন, মো. ইমরান হোসাইন বেপারী ও মামুন খান। আলোচনা শেষে পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস সালাম।