ইলশেপাড়ের হাইমচর প্রতিনিধি দিপু করোনা মুক্ত

স্টাফ রিপোর্টার

দৈনিক ইলশেপাড়ের হাইমচর উপজেলা সংবাদদাতা ও হাইমচর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. সাহেদ হোসেন দিপু পাটওয়ারী করোনা মুক্ত হয়েছেন। রোববার (১২ জুলাই) তার রিপোর্ট নেগেটিভ আসার খবরটি নিশ্চিত করেছেন হাইমচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। পরে দিপু তার ফেসবুক আইডিতে করোনামুক্তির বিষয়টি জানান।

সাহেদ হোসেন দিপু জানান, গত ২১ জুন করোনা টেস্টের জন্য নমুনা প্রদান করি। ৭ দিন পর শনিবার সকালে রিপোর্ট পজেটিভ আসে। ১২ জুলাই তার রিপোর্ট নেগেটিভ আসে।

উল্লেখ্য, সাংবাদিক সাহেদ হোসেন দিপু করোনাভাইরাস সংক্রমণের প্রথম থেকেই পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছিলেন।

দৈনিক ইল্শেপাড়ের হাইমচর উপজেলা সংবাদদাতা ও হাইমচর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাহেদ হোসেন দিপু পাটওয়ারীর করোনামুক্তিতে শুকরিয়া প্রকাশ করেছে ইলশেপাড় পরিবার। ইলশেপাড় পরিবারের পক্ষে পত্রিকার প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন তার করোনামুক্তিতে মহান আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করেছেন।

১৩ জুলাই, ২০২০।