ঈদুল আজহা উপলক্ষে জেলা প্রশাসনের সভা

শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কে পশুর হাট বসানো যাবে না
……মোহাম্মদ শওকত ওসমান

স্টাফ রিপোর্টার
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও সড়কে কোরবারি পশুর হাট বসতে দেয়া হবে না। যারা বিভিন্ন ঔষধের মাধ্যমে গরু মোটা তাজাকরণ করেছেন এবং ওইসব পশু কোরবানির হাটে আসে কিনা সতর্ক থাকতে হবে। ঈদুল আজহার নামাজে বিতর্কিত কোন ব্যাক্তি ইমামতি করতে পারবেন না এবং ঈদুল আজহা ছাড়া নিজের মনগড়া কোন বক্তব্য রাখতে পারবে না। লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। ঈদে যাত্রীদের সুবিধার্থে ট্রেনগুলোতে স্পেশাল বগি ও স্পেশাল ট্রেন থাকবে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, যাত্রীদের হয়রানি ও নিরাপত্তার বিষয়ে পুলিশ বিভাগ বিগত দিনের মতো সতর্ক থাকবে। সিএনজি চালিত অটোরিকশা চালকরা যদি কারো কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেন সেটির বিষয় পুলিশ দেখবে না। তবে কোন যাত্রী যদি পুলিশের কাছে সহযোগিতা কিংবা অভিযোগ করে তাহলে পুলিশ ব্যবস্থা নিবে। এছাড়া ঈদে সার্বিক শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে সিএনজি অটোরিকশা চালকদের সাথে পুলিশ আলাদা সভা করবে। যাতে করে ঈদ ঘরমুখো যাত্রীরা নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে।
এসময় আরো বক্তব্য রাখেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. ফয়সাল বিন রশিদ, বন্দর ও পরিবহন কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
এসময় উপস্থিত ছিলেন শহরের বড় স্টেশন জামে মসজিদের খতিব মুফতি মাও. সিরাজুল ইসলাম, ঐতিহাসিক বেগম জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান, চাঁদপুর পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

২২ জুলাই, ২০১৯।