এ কেমন বর্বরতা?

কথায় আছে, গরিবের পেটে লাথি দেয়া? গতকাল শুক্রবার দুপুরে চাঁদপুর লঞ্চ ঘাটে গিয়ে দেখা যায়, ঈদে ঘরমুখো যাত্রীদের ভিড়। ভিড়ের মধ্যে হঠাৎ চোখ পড়ে এক আমড়া বিক্রেতার ডালা নিয়ে টানাটানি করছে এক পুলিশ সদস্য। তাদের ঠিক পেছনে নৌ-পুলিশের এক অফিসার আমড়া বিক্রেতার ডালাটি নদীতে ফেলে দেয়ার নির্দেশ দিচ্ছেন। ওদিকে আমড়া বিক্রেতা তার আমড়াভর্তি ডালা টেনে ধরে রেখেছেন।
এ দৃশ্য দেখে অনেকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। একজন কর্মমুখী শ্রমিকের রিজিক ধরে টানা-টানি করে তাকে বেকার করার প্রক্রিয়া কেউ’ই ভালোভাবে গ্রহণ করেননি।

১০ আগস্ট, ২০১৯।