আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন থেকে সাবেক এমপি এসএ সুলতান টিটুর দলীয় মনোনয়ন প্রত্যাশায় বিএনপি নেতাকর্মীদের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে গতকাল সোমবার বাদ আসর ঐতিহ্যবাহী পুরাণবাজার জামে মসজিদে এ মিলাদের আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাতে একই সাথে জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধামন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা, তারেক রহমানসহ সব নেতাকর্মীদের মিথ্যা মামলা থেকে মুক্তি এবং কারাবন্দী নেতাদের মুক্তি ও প্রয়াত সব নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মুফতি ইব্রাহিম খলিল।
মিলাদে অংশ নেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আ. হামিদ মাস্টার, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, শহর বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম নজু বেপারী, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক মুকবুল আহমেদ, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আ. রব মিজি, মুক্তার হোসেন মুক্কু, বিএনপি নেতা গৌতম দাস, শাহাদাত হোসেন মিয়াজী, খোকন বেপারী, জাহাঙ্গির হোসেন।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতা ছাদ্দাম বেপারী, রহিম মিজি, আলমগীর বকাউল, আলমগীর বেপারী, মো. ইয়াসিন খান, কাউছার দেওয়ান, হানিফ খান, শিশু খান, সবুজ বেপারীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।
এদিকে বিএনপির ভোট ব্যাংক খ্যাত চাঁদপুর সদর-হাইমচর আসনটি নবম সংসদ নির্বাচন থেকে বিএনপির হাতছাড়া। এজন্য দলীয় অনৈক্যকেই দায়ী করে আসছেন দলটির নেতা-কর্মী ও সমর্থকরা। জেলা বিএনপির সাবেক সভাপতি এসএ সুলতান টিটুকে দলীয় মনোনয়ন প্রদানের জন্য কেন্দ্রিয় নেতবৃন্দসহ বিএনপি জোটের ২৩ দল এবং জাতীয় ঐক্যফ্রন্টের কাছে দাবি জানিয়েছেন।
এর আগে জেলা বিএনপি’র ৪ বারের সাবেক সভাপতি এস এ সুলতান টিটু বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আহ্বান জানিয়েছেন। সম্মিলিত প্রচেষ্টায় আগের মতো চাঁদপুরের ৫টি আসন ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে চান।
- Home
- প্রথম পাতা
- এসএ সুলতান টিটুর মনোনয়ন প্রত্যাশায় নেতাকর্মীদের দোয়া