এসএসসি’৮৬ ব্যাচ মিলনমেলা উপলক্ষে সভা

 

স্টাফ রিপোর্টার
এসএসসি’৮৬ ব্যাচের বৃহত্তর কুমিল্লার মিলনমেলা উপলক্ষে এক সভা বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর শহরের ফয়সাল শপিং কমপ্লেক্সে অবস্থিত দৈনিক মেঘনা বার্তা অফিসে অনুষ্ঠিত সভায় সভাপ্রধান ছিলেন ‘৮৬-এর বন্ধু মজিবুর রহমান ফরহাদ।
গিয়াসউদ্দিন মিলনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মো. গোফরান হোসেন, গোলাম হোসেন টিটু, গিয়াসউদ্দিন কবির, মো. মিজানুর রহমান, রুহুল আমিন খন্দকার, নিছির উদ্দিন তফাদার প্রমুখ।
উল্লেখ্য, পরবর্তী সভা ২৬ ফেব্রুয়ারি বাদ মাগরিব হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হবে। ঐ সভায় যোগদান করতে ইচ্ছুক সব বন্ধুকে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ রইলো।
এসএসসি ব্যাচ’৮৬ এর বৃহত্তর কুমিল্লা মিলন মেলা ২০২১ আগামি ২৭ মার্চ কুমিল্লা বার্ডে অনুষ্ঠিত হবে। চাঁদপুর থেকে অংশগ্রহণ করতে ইচ্ছুকরা যোগাযোগ করুন: মজিবুর রহমান ফরহাদ (০১৭১৫-০৩৬৯৪৪), গিয়াসউদ্দিন মিলন (০১৭১২-১৯০৩৭০), গোফরান হোসেন (০১৮১৭-৪৪১৪৬০), গোলাম হোসেন টিটু (০১৬১১-৭৩৩৪৪৭) ও গিয়াসউদ্দিন কবির (০১৬৭৯-২৯৯২২৬)।
২৫ ফেব্রুয়ারি, ২০২১।