এস এম সোহেল :
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্ল্যাহ অলির প্রয়াত মেয়েকে নিয়ে গাওয়া ‘কেমন আছো আনিকা’ এ্যালবামের মিউজিক ভিডিও প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় চাঁদপুর মডেল থানার হলরুমে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম।
তিনি তার বক্তব্যে বলেন, এখানে অনেকেই অনেক অনুভূতি প্রকাশ করেছেন। ওসি সাহেব যখন তার মেয়ের মৃত্যুর খবরটা আমাকে দিয়েছেন তখন তা আমার কাছে কোনভাবেই যেনো বিশ্বাস হচ্ছিলো না। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি। অকালে একজন সন্তানকে হারানোর বেদনা যে কি কষ্টের তা শুধু সন্তানহারা একজন পিতাই জানেন। ওসি সাহেবের মতো আর যে কোন বাবাকে এভাবে অকালে সন্তান হারাতে না হয় আমরা সবাই সে দোয়াই করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহরের স্বামী মোহাম্মদ হেলাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আফজাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবির, জেলা তথ্য অফিসার মো. নুরুল হক, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম শাহীন, সাবেক সভাপতি ইকরাম চোধুরী, বিএম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এম এ লতিফ। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্ল্যাহ অলি।
স্বরলিপি নাট্যদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক সুদীপ্ত চাঁদপুরের বার্তা সম্পাদক এম আর ইসলাম বাবুর পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান মোল্লা, পুলিশ পরিদর্শক (সিপিআই) হারুনুর রশীদ, পুলিশ পরিদর্শক (অপারেশন) এম এ রউফ, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সুফি খায়রুল আলম খোকন, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সালেউদ্দিন জিন্নাহ, সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ চাঁদপুর মডেল থানার সকল উপ-পরিদর্শক, সহকারী উপ-পরিদর্শকসহ পুলিশ সদস্যরা।
- Home
- প্রথম পাতা
- ওসির মেয়েকে নিয়ে গাওয়া চাঁদপুরে ‘কেমন আছো আনিকা’ এ্যালবামের মিউজিক ভিডিও প্রকাশনা