কচুয়া ব্যুরো :
কচুয়ায় ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি আমিন হোসেন (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমানের নেতৃত্বে এএসআই দুলন উপজেলার খিলা গ্রামের মৃত কোরবান আলীর ছেলে আমিন হোসেনকে গ্রেফতার করে।
গতকাল বৃহস্পতিবার তাকে চাঁদপুর জেলহাজতে প্রেরণ করা হয়। আমিন হোসেনের বিরুদ্ধে ২০০২ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলায় চার বছর সাজাসহ ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাস জেল হয়েছে।