কুমিল্লা নানুয়াদিঘী পাড়ে পূজামন্ডপে হনুমানের গদা উদ্ধার করেছে পুলিশ

মামলা সিআইডিতে হস্তান্তরের নির্দেশ

কুমিল্লা ব্যুরো
গত রোববার রাত সাড়ে ১১টায় কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহাম্মদের নেতৃত্বে কুমিল্লা জেলা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ ও সিআইডি পুলিশের একটি যৌথ দল আদালত থেকে গোয়েন্দা পুলিশের ৭ দিনের রিমান্ডে থাকা আসামি ইকবাল হোসেনকে নিয়ে কুমিল্লার নানুয়ার দিঘীর পাড়ে পূজা মন্ডবে হনুমানের গদা উদ্ধারে বের হয়। আসামি ইকবাল হোসেনের দেখানো মতে দারোগাবাড়ী মাজারের দক্ষিণ পাশে প্রয়াত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর ‘চৌধুরী ভিলা’ বাসার সামনে একটি ঝোপ থেকে গদাটি উদ্ধার করেছে সিআইডি পুলিশের উদ্ধার দলটি।
সিসিটিভি ফুটেজে দেখা যায় ইকবাল হোসেন গদাটি নিয়ে নানুয়াদিঘী পশ্চিম পাড় দিয়ে হেটে দারোগাবাড়ী মাজারের সড়কে ঢুকে পড়ে। এর এক ঘন্টা আগে দারোগাবাড়ী মসজিদ থেকে একটি কোরআন শরীফ নিয়ে বের হতে দেখা যায় অন্য একটি ফুটেজে। বৃহস্পতিবার রাতে ইকবালকে কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে গ্রেফতার করে কক্সবাজার জেলা পুলিশ শুক্রবার ভোরে কুমিল্লা জেলা পুলিশের হাতে হস্তান্তর করে। কুমিল্লা জেলা পুলিশ শুক্রবার আসামী ইকবাল হোসেনকে ব্যাপক জিঞ্জাসাবাদ পবিত্র কোরআন অবমাননার সাথে তার সংশ্লিষ্টতার বিষয়ে নিশ্চিত হয়। পরে শনিবার তাকে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ ১০দিনের রিমান্ড আবেদন করে। বিচারক কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপা ৭দিনের রিমান্ড মঞ্জুর করে।
রোববার রাতে কুমিল্লা জেলা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ ও সিআইডি পুলিশের একটি যৌথ দল তাকে নিয়ে গদাটি উদ্ধারে বের হয়ে গদা উদ্ধার করে ডিবি কার্যালয়ে ফিরে আসে। রোববার সন্ধ্যায় বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টারের এআইজি ( ক্রাইম-ইষ্ট) মো. জালাল উদ্দিন আহাম্মেদ চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠিতে মামলাটি ডিবি পুলিশ থেকে সিআইডি পুলিশের নিকট হস্তান্তরের আদেশ দেওয়া হয়।

২৬ অক্টোবর, ২০২১।