জাহাঙ্গীর আলম ইমরুল
কুমিল্লার বুড়িচংয়ের হরিনধারায় ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার বুড়িচং উপজেলার কুমিল্লা-সিলেটে আঞ্চলিক মহাসড়কে ময়নামতির হরিনধরা এলাকায়।
নিহতরা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পীর যাত্রাপুর ভূঁইয়া বাড়ির নবীনেওয়াজ ভূইয়ার ছেলে প্রবাসী বিল্লাল হোসেন ভূঁইয়া (৩৫), তার বোন লিপা আক্তার (৪০), চালক আমির হোসেন (১৮) ও হেলপার সাজিদ (১৫)।
ময়নামতি হাইওয়ে থানার ওসি সাফায়েত হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী লবণবাহী একটি ট্রাকের সাথে মুরাদনগরের কোম্পানীগঞ্জের দিক থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং লেগুনার ৩ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে আরো একজন নিহত হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
২৬ জুলাই, ২০২০।
