কেন্দ্রিয় নেতৃবৃন্দের সুস্থতা কামনায় চাঁদপুরে যুবদলের মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় চাঁদপুর জেলা যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে মিলাদের আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সেলিম উল্লাহ সেলিম।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মুনীর চৌধুরী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সিনিয়র সহ-সভাপতি সরোয়ার গাজী, শহর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিলে কেন্দ্রিয় নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে বক্তারা বলেন, আওয়ামী জুলুমবাজ সরকার বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভিন্ন সাজানো মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে। আজ আওয়ামী লীগের নির্যাতনের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে পারছে না। আওয়ামী দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সব মামলা-হামলা উপেক্ষা করে জনসাধারণকে রাজপথে নেমে আসতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসতে পারি তাহলে এই লুটেরা সরকারের পতন ঘটবে, ইনশাআল্লাহ।
১৯ অক্টোবর, ২০২০।