শিক্ষার্থীদের প্রকৃত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে
…..সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া
ফরিদগঞ্জ ব্যুরো
গতকাল শনিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য সাবেক এমপি এবং কলেজের প্রতিষ্ঠাতা ড. মোহাম্মদ শামছূল হক ভূঁইয়া।
কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মোহেবুল্লাহ খানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, গভর্নিং বডির সদস্য হাজি আব্দুল আহাদ, খোরশেদ আলম, রফিক উল্যাহ চৌধুরী, ফরিদগঞ্জ এআর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, ইউপি চেয়ারম্যান ইসকান্দার আলী, ওমর ফারুক ফারুকী, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিল্লাল পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দীন ইরান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাউছারুল আলম কামরুল, ছাত্রলীগের সভাপতি মাহাবুবুর রহমান সোহাগ, প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম, রায়পুর মীরগঞ্জ উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক শামছুদ তাওহিদ প্রমুখ।
এর আগে নবাগত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শুধু ভালো ফলাফল অর্জনের জন্য আমরা এই কলেজটি প্রতিষ্ঠা করেনি। এই প্রতিষ্ঠানে যারা অধ্যয়ন করবে তারা যেন, তাদের আচার আচরণে, কথা-বার্তায়, নিষ্ঠায় এবং চরিত্র গঠনের জন্য নিজেদের প্রস্তুতি নিতে হবে। কলেজ গভর্নিং বডির সদস্য ও প্রতিষ্ঠানের শিক্ষকরা সেভাবে কাজ করছে বলে আমি মনে করি।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ সোনার বাংলা দেখতে চেয়েছিলেন। তারই যোগ্য উত্তরসুরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আধুনিক বাংলাদেশ গড়তে নিরলস কাজ করছেন। আগামির বাংলাদেশ গড়তে আজকের শিক্ষার্থীদের প্রকৃত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশকে এগিয়ে নিতে পারে।
১৪ জুলাই, ২০১৯।