চট্টগ্রামে আরআই ডিস্ট্রিক্ট-৩২৮২ এর ইনস্টলেশন সম্পন্ন

রোটারিয়ানদের নিজেদের মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসা বাড়াতে হবে
………রোটা. হলগার নেক

স্টাফ রিপোর্টার
রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের ডিস্ট্রিক্ট ইন্স্টলেশন শনিবার (২ জুলাই) অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম শহরের রেডিশন ব্লু হোটেলে অনুষ্ঠিত ডিস্ট্রিক্ট ইন্স্টলেশনে পাস্ট রোটারী ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট রোটা. হলগার নেক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তার সঙ্গে স্পাউস সুসানি নেক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সারা দেশের বিভিন্ন রোটারী ক্লাবের ৬ শতাধিক রোটারিয়ান অংশ নেন।
পাস্ট রোটারী ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট রোটা. হলগার নেক বলেন, আমরা রোটারিয়ানরা সেবার আদর্শে উৎসর্গিকৃত। কিন্তু আমাদের মধ্যে বন্ধুত্ববোধ থাকতে হবে। প্রতিটি রোটারিয়ানদের নিজেদের মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসা বাড়াতে হবে। তবে সারা বিশ্বের সবকিছুর সমাধান বা সেবা করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই সেবার পরিধি বাড়াতে তিনি জনসাধারণকে নিজেদের বেশি করে ভালো করার জন্য উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
নিয়মানুযায়ী প্রত্যেক রোটা বর্ষের ১ জুলাই তারিখে রোটারী ইন্টারন্যাশনাল, ডিষ্ট্রিক্ট ও ক্লাব পর্যায়ে নেতৃত্বের পালাবদল ঘটে। গতকাল জাতীয় সংগীত, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠসহ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লিডার রোটা. রুহেলা খান চৌধুরী, প্রাক্তন জেলা গর্ভনর রোটা. এমএ আওয়াল, রোটা. দাতো ড. মীর আনিসুজ্জামান, রোটা. ডা. মনজুরুল হক চৌধুরী, রোটা. ইঞ্জিনিয়ার এমএ লতিফ, রোটা. দিলনাঁশী মোহসেন, রোটা. ডা. বেলাল উদ্দিন আহমদ, জেলা গর্ভনর ইলেক্ট রোটা. ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান, জেলা গর্ভনর নমিনি রোটা. এইচএম ফয়সাল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে জেলা ৩২৮১ এর পক্ষ থেকে পিডিজি রোটা. খাইরুল আলম ও ডিস্ট্রিক্ট গর্ভনর ইলেক্ট রোটা. আশরাফুজ্জামান নান্নু।
নেতৃবৃন্দ তাদের বক্তব্য বলেন, রোটারির ইমেজকে সমুন্নত রেখে স্বার্থের ঊর্ধ্বে সেবাকে বিবেচনায় রেখে ভবিষ্যতে জনকল্যাণমূলক কার্যক্রম আরো বৃদ্ধি করার বিষয়ে রোটারিয়ানদের দৃষ্টি আকর্ষণ করেন। কোভিড-১৯ এর সময়ে এবং বর্তমান বন্যা কবলিত অঞ্চলে রোটারিয়ানদের ত্রাণ বিতরণ কর্মকা-ের প্রশংসা করেন তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করুন ।
সভায় বিশ্বের সর্বপ্রথম নারী আরআই প্রেসিডেন্ট রোটা. জেনিফার ই জোন্সের নেতৃত্বে ২০২২-২৩ রোটারী বর্ষের লক্ষ্য পূরণে সবাই ঐক্যবদ্ধভাবে থেকে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।
ইভেন্ট চেয়ার পিপি রোটা. জালালউদ্দিন বাবলু ও ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটা. সিপি মোহাম্মদ শাহজাহানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে সার্ভিস প্রজেক্ট হিসেবে চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনকে আয়োজক কমিটির পক্ষ থেকে জনস্বার্থে ব্যবহারের জন্য একটি এম্বুলেন্স অনুদান হিসেবে প্রদান করা হয়। চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মইনুল ইসলাম মাহমুদ উপস্থিত থেকে প্রধান অতিথির কাছ থেকে এম্বুলেন্সের চাবি গ্রহণ করেন। এসময় কিডনি ফাউন্ডেশনের পক্ষে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি রোটা. প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস, সাধারণ সম্পাদক রোটা. প্রফেসর ডা. এমএ কাশেম, যুগ্ম-সাধারণ সম্পাদক রোটা. এমদাদুল আজিজ চৌধুরী।
অনুষ্ঠানে রোটারী ডিস্ট্রিক ৩২৮২ এর সব জোন থেকে আগত রোটারী নেতৃবৃন্দ ও বিভিন্ন ক্লাবের প্রায় ৬০০ রোটারিয়ান অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির আয়োজন করে রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রাল।

৩ জুলাই, ২০২২।