চট্টগ্রামে রোটারী ইন্টারন্যাশনালের শিক্ষা সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার
রোটারী ইন্টারন্যাশনাল জোন-ওয়ান বি’র পাবলিক ইমেজ কমিটির পক্ষ থেকে নাসিরাবাদ সিএণ্ডবি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে ৪০০ ছাত্র-ছাত্রীকে খাতা কলম বিতরণ করা হয় । রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রোটারী ইন্টারন্যাশনাল জোন-ওয়ান বি’র অ্যাসিস্ট্যান্ট রোটারী পাবলিক ইমেজ কো-অর্ডিনেটর রোটারিয়ান মিন্টু ইব্রাহিম ঐ খাতা-কলম বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটা. পিপি এস কে আজিম পিন্টু, রোটা. পিপি আফতাব উদ্দিন সিদ্দিকী, রোটা. নাসিমা আক্তার, এরশাদুল আমিন, বাহাউদ্দিন লতিফি, স্কুল পরিচালনা কমিটির সভাপতি জাহিদ হোসেন, সদস্য হাবিবুর রহমান তারেক, প্রধান শিক্ষক ফারহানা নাজনীন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রোটারী ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সেবামূলক একটি সংগঠন। সেপ্টেম্বর মাসকে এডুকেশন মাস হিসেবে রোটারী পালন করে। প্রতিবছর রোটারিয়ানরা বিভিন্ন স্কুলে শিক্ষা সামগ্রী বিতরণ করে আসছে এবং ধারাবাহিকভাবে চলমান থাকবে।

২৫ সেপ্টেম্বর, ২০২৩।