স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, সব সামাজিক ও ধর্মীয় উৎসবে মানুষের পাশে থাকে আওয়ামী লীগ। সারাদেশে এ শারদীয়া দুর্গা উৎসব উপলক্ষে জননেত্রী শেখ হাসিনা ত্রাণ তহবিল হতে অসহায়, মেহনতি মানুষদের জন্য এই বস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। গতকাল শনিবার বিকেলে কালীবাড়ি মন্দিরে শারদীয়া দুর্গা পূজা উপলক্ষে অসহায় মানুষদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুজিত রায় নন্দী আরো বলেন, গরীব মেহনতি মানুষের দল আওয়ামী লীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গরীব মেহনতি মানুষের পাশে সবসময়ই ছিলেন এবং তাদের জন্য সবসময় কাজ করে গেছেন। তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাও সেই গরিব ও মেহনতি মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের আজ সামাজিক উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় দরিদ্র, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, দুর্নীতি, মাদকের স্থান নেই।
চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল ঘোষ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার প্রমুখ।
০৬ অক্টোবর, ২০১৯।