চাঁদপুর জেনারেল হাসপাতাল চত্বরে তথ্য ও পরামর্শ ডেস্ক স্থাপন

সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ গ্রুপের

প্রেস বিজ্ঞপ্তি
সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুরের ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্যবৃন্দ গত ৩১ অক্টোবর ২০১৮ খ্রিঃ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে স্যাটেলাইট এআই ডেস্ক স্থাপন করে। ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ গ্রুপের সদস্যবৃন্দ হাসপাতালের সেবা সম্পর্কিত তথ্যাবলী নিয়ে তথ্যপত্রের মাধ্যমে এআই ডেস্ক কার্যক্রম পরিচালনা করে। তারা হাসপাতালে সেবা নিতে আসা জনসাধারণের মাঝে তত্রপত্র বিতরণ করে। এই তথ্যপত্রের মাধ্যমে হাসপাতালের সেবা সম্পর্কিত সকল তথ্য জানা যাবে। ইয়েস সদস্যবৃন্দ প্রায় ২০০ জন সেবা গ্রহীতাদের মাঝে স্যাটেলাইট তথ্য ও পরামর্শ ডেস্কের মাধ্যমে তত্রপত্র বিতরণ করে।
এসময় কয়েকজন সেবা গ্রহীতাদের সাথে আলাপকালে তারা বলেন, এটি একটি ভালো কার্যক্রম। তথ্যপত্রের মাধ্যমে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্বাস্থ্য সেবা সম্পর্কে অনেক বিষয় জানতে পেরেছি। সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ সৃষ্টি করবে ও সেবা প্রাপ্তিতে অহেতুক হয়রাণী রোধ করতে সহায়তা করবে।
এসময় উপস্থিত ছিলেন ইয়েস সদস্য রাজীব দাস, খায়রুল আলম জনি, মো. রবিউল ইসলাম, মো. সোহরাব হোসাইন, তানজিনা আক্তার, আল-আমিন খান ও রাবেয়া আক্তার প্রমুখ।