চাঁদপুর জেলা প্রশাসনের সাথে পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ভিডিও কনফারেন্সে সচিব কাজের গুণগতমান সঠিক না হলে ছাড় দেয়া হবে না

 

চাঁদপুর জেলা প্রশাসনের সাথে পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব মো. মফিজুল ইসলাম। পাশে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলসহ অতিথিরা। -ইলশেপাড়

এস এম সোহেল  :
উন্নয়ন প্রকল্পের সাথে সম্পৃক্ত বিভাগসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিবের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চাঁদপুরের বিভিন্ন বিভাগের উন্নয়নমূলক বিষয় নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মকর্তাদের সাথে আলাপ করেন পরিকল্পনা মন্ত্রণালয়াধীন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যয়ন বিভাগের সচিব মো. মফিজুল ইসলাম। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের উন্নয়নে সবাইকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। চাঁদপুরের যে কোন বিভাগের কাজের গুণগত মান সঠিক নয়, এমন অভিযোগ উঠলে কাউকে ছাড় দেয়া হবে না। যেসব সড়কের কাজ চলমান রয়েছে সেগুলো যেন সুন্দর গুণগত মানের হয় সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। রাস্তা ঠিক রেখে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করতে হবে। ইলিশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। আগামি ২০১৮ সালের জুন মাসের মধ্যে মতলব সেতুর কাজ শেষ করতে হবে।
জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন এলজিডি’র নির্বাহী প্রকৌশলী জিএম মজিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ কবির, ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী কার্তিক চন্দ্র মন্ডল, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম ইকবাল, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কমকর্তা শহীদুল ইসলাম, শাহরাস্তি উপজেলা নির্বাহী কমকর্তা মো. হাবিব উল্লাহ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হাসান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এএসএম দেলওয়ার হোসেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএ মতিন মিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজন কুমার দাস, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট কাজী সুমন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, কচুয়া উপজেলা নির্বাহী কমকর্তা নীলিমা আফরোজসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।