চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার মাহফিল


স্টাফ রিপোর্টার
অত্যন্ত আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে মাহে রমজানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চাঁদপুর প্রেসক্লাবের দ্বিতীয় তলায় এলিট চাইনিজ রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিলে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক ও সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে রমজানের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহামেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধরণ সম্পদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, দৈনিক আলোকিত চাঁদপুরের প্রকাশক ও সম্পাদক মো. জাকির হোসেন প্রমুখ।
সংগঠনের সভাপতি একে আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তালহা জুবায়েরের পরিচালনায় ইফতারপূর্বক দোয়া ও মোনাজাতে দেশ-জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ মাও. মুহাম্মদ আব্দুর রহমান গাজী।
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, গণমাধ্যমকর্মীরা তাদের লেখনির মাধ্যমে সমাজের ভালো দিক, মন্দ দিকসহ সব অসঙ্গতি তুলে ধরেন। পাশাপাশি তারা সরকারের উন্নয়ন গণমানুষের কাছে তুলে ধরেন। একটি সুন্দর সমাজ বিনির্মাণে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন দেশ ও জাতির কল্যাণে আমরা সবাই যার যার অবস্থান থেকে ভূমিকা রাখি।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, সাংবাদিকতার মাধ্যমে সমাজের সঠিক চিত্র ফুটে উঠে। জাতির জনকের সোনার বাংলা গড়তে আমরা সবাই এক সাথে কাজ করে যাবো। সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করবো।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সাছির উদ্দিন আহমেদ বলেন, চাঁদপুরে সাংবাদিকদের মধ্যে যে ঐক্য এবং ভাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, আমাদের ভালো লাগে। আপনারা এটি ধরে রাখবেন। চাঁদপুরকে নিরাপদ, সুন্দর রাখতে আপনাদের সহোযোগিতা অব্যাহত রাখবেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল তার বক্তব্যে বলেন, মাঠ পর্যায়ের সাংবাদিকরা অনেক বেশি পরিশ্রমী। তারা তৃণমূল থেকে সংবাদ সংগ্রহ করে তা প্রকাশ করেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সবাই মিলে মিশে কাজ করবো- এই হোক প্রত্যয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, বিএম হান্নান, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, দৈনিক মতলের আলোর যুগ্ম সম্পাদক ডা. মাসুদ হাসান, দৈনিক চাঁদপুর প্রবাহের যুগ্ম-সম্পাদক হাসান মাহমুদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি কেএম মাসুদ, এমএম কামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদ হোসেন অপু, আশিক বিন রহিম, কার্যকরী সদস্য বাদল মজুমদার, কেএম সালাউদ্দিন, এম এ লতিফ, অ্যাড. ইয়াসিন ইকরাম, সংগঠনের সাবেক সভাপতি আলম পলাশ, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সদস্য মাসুদ আলম, আব্দুস সোবাহান রানা, মিজানুর রহমান লিটন, মুহাম্মদ আলমগীর, শেখ আল মামুন, এমআর ইসলাম বাবু, কাদের পলাশ, শাওন পাটওয়ারী, অভিজিৎ রায়, ফাহিম শাহরিন কৌশিক, এসএম সোহেল, মাজহারুল ইসলাম অনিক, শরীফুল ইসলাম, এমআই দিদারসহ আরো অনেকে।