চাঁদপুর জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা

অবৈধ যানবাহনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থাগ্রহণ করতে হবে
……….. জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান

শাহ্ আলম খান
চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেছেন, চাঁদপুর শহরের বিভিন্ন জায়গায় অবৈধ যানবাহন ভিড় জমিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। অযথা সিএনজি, অটোরিকশাগুলো যখন-তখন, যেখানে-সেখানে রেখে যানজট সৃষ্টি করছে। সেদিকে সবার খেয়াল রাখতে হবে। যানবাহনের ভিড় থেকে জনগণকে পরিত্রাণ দিতে নিজ-নিজ সংস্থার লোকবল বাড়াতে হবে। আর এই ভিড় এড়াতে সবার এগিয়ে আসতে হবে। অবৈধ যানবাহনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থাগ্রহণ করতে হবে। শুধু শহরেই নয় প্রতিটি উপজেলার বর্ডার লাইনে ইউএনওসহ সংশ্লিষ্টদের থাকতে হবে। যেনো সেখানে অবৈধ যানবাহন প্রবেশ করতে না পারে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিআরটিএ’র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেনর পরিচালনায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেন। তিনি গত আলোচনা সভার বিস্তারিত তুলে ধরে বলেন, নিরাপদ সড়ক আইন-২০১৮ আইনটি মোবাইল কোর্ট আইন ২০১৯ এ তফসিলভুক্ত হয়েছে এবং বর্তমান সচেতনতা বৃদ্ধি ও সচেতনমূলকভাবে এই আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে বিআরটিএ, ট্রাফিক বিভাগ ও সব উপজেলা নির্বাহী অফিসার সহযোগিতা প্রদান করছে।
সভায় চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল বলেন, যানবাহনের ভিড় এড়াতে শহরের বাবুরহাট বাজার, ছায়াবাণীর মোড় ও ওয়ারলেস মোড়সহ কয়েকটি জায়গাকে চিহ্নিত করে তা রেড জোনের আওতায় আনতে হবে। সেখানে কোন যানবাহন রাখা যাবে না। সেইসব স্থানে যানবাহন রাখলে কঠোর ব্যবস্থাগ্রহণ করতে হবে। অবৈধ যানবাহন বন্ধ করতে সবাইকে মিলিত হয়ে কাজ করতে হবে। শুধু অবৈধ যানবাহনই নয়, অবৈধ চালককেও আইনের আওতায় আনতে হবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী আব্দুর রহিম বলেন, সংশ্লিষ্ট সব সংস্থা একসাথে কাজ না করলে যানবাহনের ভিড় এড়ানো সম্ভব নয়। যথাযথ কারণে সড়ক আইনটি প্রয়োগ করা যাচ্ছে না। তবে সম্মিলিতভাবে কাজ করলে অবশ্যই সুফল পাওয়া যাবে।
সভায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার শম্পা, সড়ক বিভাগের প্রতিনিধি, চাঁদপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, নিরাপদ সড়ক চাই’র সহ-সভাপতি মো. আব্দুর রহমান প্রমুখ।
৯ ডিসেম্বর, ২০২০।