
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে
এস এম সোহেল :
রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা ও পেনসন পাওয়ার দাবিতে চাঁদপুরে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাঁদপুর পৌরসভা প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি আবুল কালাম ভূঁইয়ার সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন হাওলাদারের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি এইচএম শামসুদ্দৌহা, সৈয়দ মুশিউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন রাসেল, বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারজানা পারভীন লাকী, সম্মানিত সদস্য আশুতোষ দত্ত, সাজ্জাদ ইসলাম, আবুল খায়ের মনু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আমাদের বেতন ভাতা যেন সরকারি কোষাগাার থেকে প্রদান করা হয়। আমরা দীর্ঘদিন ধরে ঈদ, পূজাসহ কোন উৎসব ভাতা পাই না। পৌরসভার ভান্ডারে নাকি কোন অর্থ নেই। সারা দেশের ৩শ’ ২৬টি পৌরসভার কর্মকর্তা কর্মচারীর একটাই দাবি পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও পেনশন সরকারি কোষাগার থেকে দিতে হবে। পৌরসভায় যারা চাকুরি করে তারা দেশ উন্নয়নের সবচেয়ে বেশি কাজ করে থাকে। তাই এক দেশে দুই নীতি চলতে পারে না। দেশের সকল পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা যদি শহর পরিষ্কার-পরিচ্ছন্ন না করে তাহলে বাংলাদেশ ডাস্টবিনে পরিণত হবে।
উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় চাঁদপুর জেলার সকল পৌরসভায় পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হয়েছে।