চাঁদপুর পৌরসভায় এমজিএসপি প্রজেক্টের সম্ভাবতা যাচাই সেমিনার

আগামি প্রজন্মের বাসযোগ্য চাঁদপুর পৌরসভা গড়তে সবার সহযোগিতা চাই…………….জিল্লুর রহমান জুয়েল

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল বলেছেন, চাঁদপুর পৌরবাসীকে আগামির বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। তিনি বলেন, বর্তমান পৌর পরিষদ নির্বাচিত হওয়ার এক বছর পূর্ণ হয়েছে, হয়তো পৌরবাসীর আশানুরূপ ও দৃশ্যমান উন্নয়ন না হলেও ইন্শাআল্লাহ আগামি ৪ বছরের মধ্যে আমাদের নির্বাচনী ইশ্তেহারে দেয়া সব কথাগুলো পূরণ করা হবে।
তিনি বলেন, চাঁদপুর পৌরসভা বড় কোনো প্রজেক্টে এতো বছরেও অংশীদার হয়নি, আশা করছি খুব শীঘ্রই বড় ধরনের প্রজেক্টের অংশীদার হয়ে ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড করা হবে।
দাতা সংস্থাগুলো বড় প্রজেক্টগুলো দেওয়ার আগে যেসব শর্তগুলো জুড়ে দেয়, ইতোমধ্যে আমরা এগুলো পূরণ করতে সক্ষম হয়েছি। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, আগামিতে পৌর এলাকার সব কার্যক্রম পরিকল্পনা মোতাবেক এবং আগামি প্রজন্মের বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করবো, এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এছাড়া পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল ঐ সেমিনারে অংশগ্রহণকারীদের ৪টি গ্রুপ থেকে যেসব বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে তা সংস্থাকে জানাবেন বলে জানান।
মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল বুধবার (১০ নভেম্বর) সকালে চাঁদপুর পৌর পাঠাগারের ২য় তলায় এমজিএসপি প্রজেক্টের আওতায় সম্ভবতা যাচাইয়ে আয়োজিত সেমিনারে সভাপতির বক্তব্যে ঐ কথাগুলো বলেন।
সেমিনারে আরো বক্তব্য রাখেন আরবান প্লানার প্রকৌশলী মো. সাইফুর রহমান, গর্ভনেন্স স্পেশালিস্ট আওলাদ হোসেন, পৌরসভার সচিব মো. আবুল কালাম ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী সামছুদ্দোহা সেমিনারে অংশগ্রহণকারীদের নিয়ে গঠিত গ্রুপ প্রধানদের পক্ষে চন্দন কুমার ঘোষ, পৌরসভার শহর পরিকল্পনাবিদ সাজ্জাদ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, সেমিনারটি টিএলসিসি ব্যবস্হপনায় লোকাল গর্ভমেন্ট, ইঞ্জি. বিভাগ, পৌরসভা গর্ভনেন্স এন্ড সার্ভিস প্রজেক্ট (এমজিএসপি) বিশ্বব্যাংকের যৌথভাবে অংশীদারিত্ব পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সেমিনারে পৌর পরিষদের নির্বাচিত সয কাউন্সিলর, পৌরসভার উর্ধ্বতন কর্মকর্তা, পৌর সভার বিভিন্ন পর্যায়ের নাগরিকরা উপস্থিত ছিলেন।

১১ নভেম্বর, ২০২১।