চাঁদপুর সদর উপজেলা পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক

সজীব খান
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় মঙ্গলবার (১১ মার্চ) পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন। সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন সদর উপজেলা পরিষদের কার্যক্রমগুলো দেখেন এবং সার্বিক খোঁজ-খবর নেন।
চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খাঁন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা বিজয় ও সদর উপজেলা প্রকৌশলী রাহাত হোসেনসহ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

১২ মার্চ, ২০২৫।