চাঁদপুর সদর হাসপাতাল তত্ত্বাবধায়কের বিদায়-বরণ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর আড়াইশ’ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় বিদায়ী তত্ত্বাবধায়ক ডা. মো. হাবিব-উল-করিমের কাছ থেকে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।
এ উপলক্ষে হাসপাতালের তত্ত্বাবধায়ক কক্ষে সংক্ষিপ্ত পরিসরে বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাসপাতালে সব চিকিৎসক-নার্স ও কর্মকর্তাদের পক্ষ থেকে বিদায়ী তত্ত্বাবধায়কে ফুলের শুভেচ্ছা এবং উপহার প্রদান করা হয়েছে। একই সাথে দায়িত্বপ্রাপ্ত নবাগত তত্ত্বাবধায়ককে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আড়াইশ’ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. সালেহ আহমেদ, আরএস ডা. মাহমুদুন্নবী মাসুম এবং করোনার ফোকালপার্সন ও আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল।
ডা. মো. ফরিদ আহমেদ চৌধুরীর পরিচালনায় কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র স্টাফ নার্স নাজমুন্নাহার ও ওয়ার্ড মাস্টার মনির হোসেন। অনুষ্ঠানে হাসপাতালে সব চিকিৎসক-নার্স ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
০১ সেপ্টেম্বর, ২০২১।