চাঁদপুর-৩ আসনে আ’লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী রেদওয়ান খান বোরহানের সাংবাদিকদের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার :
আগামি জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ নির্বাচনী আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ মো. রেদওয়ান খান বোরহান সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময়ে আলহাজ মো. রেদওয়ান খান বোরহান বলেন, আমি বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রিয় কমিটির যুগ্ম-সম্পাদক ও চাঁদপুর জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছি। এছাড়া বায়রাসহ বিভিন্ন ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছি। বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী। দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকার সুবাদে চাঁদপুর তথা জেলাবাসীর কল্যাণে কাজ করার জন্যই আগামি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি বিশ্বাস করি এবার দল আমাকে মনোনয়ন দিবে। সেই আমি লক্ষ্যে চাঁদপুরের সব পর্যায়ের সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।
তিনি আরো বলেন, ২০১৩ সালে নির্বাচনে দল থেকে মনোনয়ন চেয়েছিলাম। আমার বিশ্বাস এবারের সংসদ নির্বাচনে নেত্রী আমাকে নৌকা প্রতিকে মনোনয়ন দেবেন। আর যদি মনোনয়ন না দেয়, তাহলে আমি বিদ্রোহী প্রার্থী হবো না এবং দলের পক্ষে নৌকা প্রতিকের সমর্থনে কাজ করবো।
তিনি আরো বলেন, পাস করার আত্মবিশ্বাস নিয়েই সবাই পরীক্ষায় অংশ নেয়। আমিও বিজয়ী হওয়ার প্রত্যাশা নিয়েই নির্বাচন করতে মনোনয়ন চাচ্ছি এবং সে যোগ্যতা ও সমর্থন আমার রয়েছে।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পদক জিএম শাহিনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, রহিম বাদশা, সোহেল রুশদী, এটিএন বাংলার জেলা প্রতিনিধি পার্থনাথ চক্রবর্তী, দেশ টিভির জেলা প্রতিনিধি লক্ষ্মন চন্দ্র সূত্রধর, চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্যাহ, একাত্তর টিভির জেলা প্রতিনিধি কাদের পলাশ, দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি শওকত আলী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, অধ্যাপক জালাল চৌধুরী, শাহ্ মোহাম্মদ মাকসুদুল আলম, শহীদ পাটওয়ারী, বিএম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, গাছতলার পীর খাজা আরিফুর রহমান, দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এমএ লতিফ, সাধারণ সম্পাদক ইয়াসিন ইকরাম প্রমুখ।