প্রেস বিজ্ঞপ্তি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল মঙ্গলবার ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রির্টানিং অফিসার মো. আলী আফরোজের কাছ থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী এলাকার ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শায়খুল হাদিস আল্লামা মকবুল হোসাইন।
আসন্ন নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণের প্রত্যাশায় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও জামিয়া কারীমিয়া আরাবিয়া ঢাকার প্রিন্সিপাল শায়খুল হাদিস আল্লামা মকবুল হেসাইন। মঙ্গলবার বেলা ১২টার দিকে ফরিদগঞ্জের আলেম-ওলামা, আইনজীবী-বুদ্ধিজীবী, ইমাম-মুয়াজ্জিন কৃষক-শ্রমিক মেহনতি জনতাকে সাথে নিয়ে তিনি ফরিদগঞ্জ উপজেলা কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন।
শায়খুল হাদিস আল্লামা মকবুল হোসাইন জামিয়া কারীমিয়া আরাবিয়ার প্রিন্সপালের দায়িত্বের পাশাপাশি ঢাকা আল-কারীম জেনারেল হাসপাতালের ভাইস-প্রেসিডেন্টের দায়িত্বেও রয়েছেন। চাঁদপুর থেকে চিকিৎসা নিতে আসা গরিব-দুঃখি অসহায় মানুষের পরম বন্ধু হিসেবেও তিনি অত্যন্ত সুপরিচিত।
মনোনয়ন ফরম উত্তোলন শেষে আগত সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সন্ত্রাসী ও পেশীশক্তি নির্ভর সব অপশক্তিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। নির্বাচনে কালো টাকার ব্যবহার রোধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।
মাওলানা মকবুল আরও বলেন, সরকারি-বেসরকারি সকল মিডিয়ায় সব দলের সমান প্রচারণা নিশ্চিত করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি এবং সব দলের সমান অধিকার নিশ্চিত করতে ইসিকে কাজ করতে হবে। সেইসাথে সেনাবাহিনী মোতায়েন এবং বিচারিক ক্ষমতা দেওয়ারও আহ্বান জানান তিনি।
এ সময় ফরিদগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনতার ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।