চাঁদপুর ৪ স্কাউটস সদস্য পেলো মেধাবী সম্মাননা

শাহ্ আলম খান
বাংলাদেশ স্কাউট স্পেশাল ইভেন্টস বিভাগের ‘মেধাবী স্কাউট সম্মাননা’ পেয়েছে চাঁদপুর শহীদ জাবেদ মুক্ত স্কাউটের ৪ সদস্য।
কুমিল্লা অঞ্চলের আওতাধীন ২০১৯ সালে অনুষ্ঠিত পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী ক্যাব স্কাউট ও স্কাউটদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেয়া হয়।
এর মধ্যে চাঁদপুর শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের জেএসসিতে ১জন ও শহীদ মুক্ত গার্ল ইন স্কাউট গ্রুপের ৩ জন মেধাবী শিক্ষার্থী এই সম্মানা অর্জন করে।
পদক ও সম্মাননাপ্রাপ্তরা হলেন- মারিয়া মেহজাবিন হীয়া, সানজিদা সুলতানা জুথী, উম্মে হাবিবা ও শান্ত সূত্রধর। শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে সম্মাননা প্রাপ্ত ৪ মেধাবী শিক্ষার্থীকে সেই পদক ও সম্মাননাপত্র এবং স্কাউট ক্যাপ তুলে দেন শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মু্ক্িতযোদ্ধা মো. রফিকুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক আক্তারুজ্জামান খোকা, ইউনিট লিডার মো. সাইফুল ইসলাম, সিনিয়র রোভারমেট মো. আব্দুল্লাহ, সহকারী ইউনিট লিডার মো. আসাদুজ্জামানসহ স্কাউট সদস্যবৃন্দ।
৩০ জানুয়ারি, ২০২১।