চাঁদপুরে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে এসএম জাকারিয়ার যোগদান

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে এস এম জাকারিয়া যোগদান করেছেন। গত সোমবার চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান তাকে আনুষ্ঠানিকভাবে সবার মাঝে পরিচয় করিয়ে দেন।
এস এম জাকারিয়া ২৮তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে মাগুরা জেলায় সহকারী কমিশনার হিসেবে যোগদান করে সরকারি কর্মজীবন শুরু করেন। এরপর তিনি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দেন। পরে পদোন্নতি পেয়ে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দায়িত্ব পালন করেন। সেখান থেকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়ে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন তিনি।
এস এম জাকারিয়া নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পীরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১ ছেলের জনক। তিনি চাঁদপুরে দায়িত্বকালীন সময়ে জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

০২ অক্টোবর, ২০১৯।