খালেদা জিয়ার মুক্তি ও দাবি আদায়ের লক্ষ্যে
স্টাফ রিপোর্টার
বেগম খালেদা জিয়ার মুক্তি, বিভিন্ন দাবি আদায় ও গণসচেতনতার লক্ষ্যে শহরের গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করে চাঁদপুর সদর উপজেলা কৃষক দল। রোববার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে চাঁদপুরের বাবুরহাট বাজারে ও কুমিল্লা-চাঁদপুর হাইওয়ে এলাকায় সদর উপজেলা কৃষক দল এ কর্মসূচি পালন করে।
চাঁদপুর সদর উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ মৃধার সার্বিক ব্যবস্থাপনায় বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. হারুন অর রশিদ, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলি, স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন বাচ্চু, জেলা কৃষক দলের সহ-সভাপতি তফিকুল ইসলাম তপন খান, পৌর কৃষক দলের সভাপতি আমিন মোল্লা, সাধারণ সম্পাদক শাহাজাহানসহ কৃষক দল নেতৃবৃন্দ।
২৯ নভেম্বর, ২০২১।