অসহার-দরিদ্রদের মাঝে
স্টাফ রিপোর্টার
চাঁদপুর কোস্টগার্ডের উদ্যোগে হতদরিদ্র-শীতার্তদের মাঝে কম্বল ও জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর কোস্টগার্ডের সিজি স্টেশনে সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী-পুরষসহ অসহায় গরীব দুঃস্থ জনগোষ্ঠীর শীতের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে কম্বল ও প্রান্তিক জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।
আয়োজিত কম্বল ও লাইফ জ্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় বাংলার দরিদ্র কৃষক ও জেলেদের নিয়ে স্বপ্ন দেখতেন এবং তাদের মুখে হাসি ফোটানোর জন্যই দেশকে পরাধিনতার হাত থেকে মুক্ত করেছিলেন। তিনি সবসময় স্বপ্ন দেখতেন বাংলার দরিদ্র কৃষক ও জেলেদের নিয়ে একটি সোনার বাংলা গড়ে তোলা। তার এ স্বপ্নকে বাস্তবায়ন রুপকল্প ২০৪১ প্রণয়ন করেন। রুপকল্প ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঐকান্তিক সহযোগিতায় বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী নিয়মিতভাবে উপকূলীয় অঞ্চলে গরিব ও দুঃস্থ জনগণের মাঝে শীতবস্ত্র এবং মৎস্যজীবী সম্প্রদায়ের নিরাপত্তা রক্ষায় উপকূলীয় অঞ্চলে গরিব জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় চাঁদপুরে দরিদ্র জেলেদের মাঝে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর পক্ষ হতে লাইফ জ্যাকেট বিতরণ করা করা হয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ কোস্টগার্ড কথায় নয়, কাজে বিশ^াসী। মানবতার সেবায় পরিবার কল্যাণ সংঘ প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে আসছে। নদী ও জেলেদের নিরাপত্তা প্রদানের মাধ্যমে বাংলাদেশ অভ্যন্তরীণ নদ-নদী এবং সমুদ্রে কর্মরত জেলে সম্প্রদায়কে একটি নিরাপদ কর্মস্থল উপহার দিয়েছে বাংলাদে কোস্টগার্ড। এর পদক্ষেপ স্বরূপ ২০১৮ সালে বাংলাদেশ কোস্টগার্ড ১৭৪ জন ডাকাতকে আটক করেছে। প্রাকৃতিক দুর্যোগে বিপন্ন মৎস্যজীবী ও জেলে নৌকা উদ্ধারে কোস্টগার্ড বাহিনীর সাহসী ও মানবিক ভূমিকা মৎস্যজীবী সম্প্রদায়কে দিয়েছে এক নিশ্চিত নির্ভরতা। ২০১৮ সালে সমুদ্রে বিপন্ন ৫৯৭ জন জেলেকে উদ্ধারের মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী মানবিক সহায়তার এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছে। বিগত বছরগুলোতে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর তৎপরতায় অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং মা ইলিশ সংরক্ষণের ফলে ইলিশসহ বিভিন্ন ধরনের মাছে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরণের জনকল্যাণমূলক কার্যক্রম চালিযে যাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট ডা. আফরোজা আওরঙ্গজেব।
আমন্ত্রিত অথিতিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কোস্টগার্ড পরিচালক অপারেশন ক্যাপ্টেন মো. রাকিবুল, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মঈনুল হাসান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, চাঁদপুর স্টেশন কমান্ডার লে. এম এনায়েত উল্যাহসহ কোস্টগার্ডের উর্ধ্বতন কর্মকর্তা ও পরিবার কল্যাণ সংঘের নারী নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার চাঁদপুর কোস্টগার্ডের উদ্যোগে হতদরিদ্র-শীতার্তদের মাঝে ১শ’ কম্বল ও জেলেদের মাঝে ৪০টি লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।