স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা টাস্কফোর্সের অভিযানে ২০৩ জেলেকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। ১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ৬৫টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে এসব মোবাইল কোর্টে ২০৩ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। জরিমানা আদায় করা হয় ৭৪ হাজার ৯০০ টাকা। মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয় ২৩ জনকে। এসব ঘটনায় মামলা হয়েছে ১৯৪টি। জব্দ করা হয় ৬৪ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫৮৩.৪ কেজি জাটকা।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৭ নভেম্বর ২০১৪ সালের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য-৩ অধিশাখা কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপনমূলে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস মেঘনা ও পদ্মা নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল হতে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার নদী এলাকায় জাটকা নিধন প্রতিরোধের জন্য সব প্রকার জাটকা মাছ আহরণ, পরিবহন, মওজুদ, বাজারজাতকরণ অথবা বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সে প্রেক্ষিতে এ জেলায় জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে জাটকা নিধন প্রতিরোধ সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি জেলা প্রশাসক কামরুল হাসানের নেতৃত্বে জেলার অভয়াশ্রম সংরক্ষণ কার্যক্রমের আওতায় টাস্কফোর্সের অভিযান পরিচালিত হচ্ছে।
অভিযানে পুলিশ বিভাগ, জেলা মৎস্য বিভাগ, নৌবাহিনী, নৌ-পুলিশ ও কোস্টগার্ড সহায়তা করছে। মেঘনা ও পদ্মা নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল হতে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার নদী এলাকার জলসীমায়, নদীর তীরবর্তী মাছের আড়ৎ, মাছবাজার, মাছঘাট, বরফকল এলাকায় জাটকা আহরণ, পরিবহন, মওজুদ, বাজারজাতকরণ অথবা বিক্রি প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়া জেলা প্রশাসক কামরুল হাসান জেলা টাস্কফোর্স কমিটির সদস্যদের সমন্বয়ে নৌ র্যালি, পোস্টার, লিফলেট বিতরণের মাধ্যমে জাটকা নিধন প্রতিরোধ সম্পর্কে জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছেন।
উল্লেখিত কারাদণ্ডপ্রাপ্ত ২০৩ আসামির মধ্যে ৪ জনকে ৩ দিন, ৩ জনকে ১০ দিন, ১৮৪ জনকে ১ মাস করে এবং ১২ জনকে ৩ মাসের কারাদ- প্রদান করা হয়। জব্দকৃত কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জাটকা ইলিশ স্থানীয় দুঃস্থ জনসাধারণ, এতিমখানা ও কারাগারের কয়েদিদের মাঝে বিতরণ করা হয়।
০৭ এপ্রিল, ২০২৩।