স্টাফ রিপোর্টার
খুলনার রূপসায় শিয়ালী, সুনামগঞ্জ, পটুয়াখালী, মৌলোবীবাজার ও ঢাকার সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মণসহ সারাদেশে সনাতন ধর্মালম্বীদের ওপর হামলা, নির্যাতন ও তাদের মন্দির ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদের জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে মানববন্দন ও বিক্ষোভ প্রতিবাদ করা হয়। সেই সাথে অবিলম্বে ঐ ঘটনায় দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি করা হয় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে।
বুধবার (১১ আগস্ট) বিকালে স্থানীয় অঙ্গীকার পাদদেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটারিয়ান সুভাষ রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী, জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান তমাল কুমার ঘোষ, সাবেক সদস্য সচিব রাধা গোবিন্দ ঘোষ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অজিত সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক বিমল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান গোপাল সাহা, পূজা পরিষদের পরেশ মালাকার, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাসুদেব মজুমদার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক লক্ষণ চন্দ্র সূত্রধর, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক শ্যামল দাস, জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, সমাজকল্যাণ সম্পাদক লিটন সাহা, তমাল ভৌমিক, চিররঞ্জন রায়, বাপ্পি পাল, ডা. সহদেব দেবনাথ, পূজা পরিষের সদস্য গৌতম ঘোষ, লায়ন কিশোর সিংহ রায়, লিটন মজুমদার, মৃদুল দাস প্রমুখ।
১২ আগস্ট, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে পূজা উদযাপন ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন