
চাঁদপুরে রেলওয়ে শ্রমিক লীগের কর্মী সমাবেশে কেন্দ্রিয় কমিটির সভাপতি অ্যাড. হুমায়ুন কবিরকে ফুলেল শুভেচ্ছা জানান। -ইল্শেপাড়
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রিয় কমিটির সভাপতি অ্যাড. হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের জনগণের ও শ্রমিকদের দাবির দিক বিবেচনা করে যমুনা সেতু নির্মাণ করেছেন। কিন্তু খালেদা জিয়া সেই সেতু করতে চাননি। শেখ হাসিনা কেন্দ্রিয় নেতাদের কথামত শ্রমিকদের জন্য অনেক কিছু করার চিন্তা করেন। কিন্তু এ দেশের আমলাতান্ত্রিক জটিলতার কারণে সমস্যা হচ্ছে। নেত্রী চান ডিজিটাল পদ্ধতি, আর আমলারা চান এনালক পদ্ধতি।
গত মঙ্গলবার বিকেলে চাঁদপুর রেলওয়ে শ্রমিক লীগের আয়োজনে চাঁদপুর রেলওয়ে অফিসার্স রেস্ট হাউজে কর্মী সমাবেশে সভাপতি মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল হান্নানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা শ্রমিক লীগের সভাপতি মো. নূরুল ইসলাম মিয়াজী, চাঁদপুর পৌর নারী কাউন্সিলর ও জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াছ ও কেন্দ্রিয় শ্রমিক লীগ নেতা মো. মফিজুর রহমান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক লীগ চাঁদপুর শাখার কার্যকরী সভাপতি আবদুল মালেক, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, জাহান শরীফ, যুগ্ম-সম্পাদক মো. সোলেমান ভূঁইয়া, আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান জনি, কোষাধ্যক্ষ আবু কাউছার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গোপিনাথ জমাদার, সদস্য রাজু দাস, চন্দন হরিজন, দীলিপ দাস, দীরজ নগন হরিজন, জনি দাস, সাগর, কিশোর লাল হরিজন প্রমুখ।