চাঁদপুরে শত বছরের পুরনো মুদ্রা উদ্ধার


স্টাফ রিপোর্টার
চাঁদপুরে বসতঘর করতে গিয়ে শত বছরের পুরনো প্রায় শতাধিক মুদ্রা উদ্ধার করা হয়েছে। চাঁদপুর শহরের পুরাণবাজার পালপাড়া কুন্ডু বাড়িতে মাটি খুড়ে গুপ্তধন পাওয়া গেছে বলে এলাকায় ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, পালপাড়ার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী সুভাষ পোদ্দার তার শতাধিক বছরের পুরনো বাড়ির টিনের ঘর ভেঙে নতুন করে করার সময় মাটি কাটতে গিয়ে গুপ্তধনের সন্ধান পান।
গত শনিবার দুপুরে সেখানে কাজ করতে আসা মিস্ত্রি সুভাষ, সুব্রত, আলামিন ও কবির ঘরের পালা ঘাড়তে গিয়ে মাটি কাটে। এসময় মাটির নিচ থেকে একটি গুপ্তধনের পাতিল উদ্ধার করে। সেই পাতিলের ভিতর প্রায় ২শ’ বছরের পুরনো দুই শতাধিক প্রাচীন মুদ্রা উদ্ধার করে। মুদ্রাগুলো রুপা ও স্বর্ণের ছিল বলে অনেকে মন্তব্য করেছেন।
মাটির নিচ থেকে তোলা পাতিলে শত পুরনো মহামূল্যবান মুদ্রাগুলো বাড়ির মালিক সুভাষ পোদ্দার নিজে লুকিয়ে ফেলেন। অকেজো কিছু মুদ্রা সেখানে কাজ করতে আসা মিস্ত্রিদের দিয়ে ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। কিন্তু ঘটনাটি জানাজানি হলে গুপ্তধন উদ্ধার নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় সেখানে কাজ করতে আসা মিস্ত্রি শুভঙ্কর ও শুভাশ জানায়, ঘরের ভিতরে পালা গাড়তে গিয়ে মাটি উঠালে একটি পাতিলের ভিতর পুরনো মূল্যবান মুদ্রা উদ্ধার করা হয়। সেই মুদ্রাগুলো বাড়ির মালিক সুভাষ পোদ্মার নিয়ে যায়। সেখান থেকে কিছু মুদ্রা আমাদের দিয়ে বাকি মুদ্রাগুলো তিনি নিজে রেখেছেন।
বাড়ির মালিক সুভাষ পদ্মার জানান, মাটি খুঁড়ে প্রাচীন কিছু মুদ্রা পাওয়া গেছে। সে মুদ্রাগুলো সবাইকে দিয়ে দেয়া হয়েছে। আমার কাছে প্রমাণস্বরূপ একটি মুদ্রা রেখেছি। তবে মুদ্রাগুলো প্রায় শত বছরের পুরনো।
এদিকে সুভাষ পোদ্দারের বাড়ি থেকে শত বছরের মহা মূল্যবান মুদ্রা উদ্ধার হওয়ার ঘটনাটি পুলিশকে না জানিয়ে তিনি নিজেই আত্মসাৎ করেছে বলে এলাকার স্থানীয়রা অভিযোগ করেছেন।
এ ঘটনায় পুলিশ অনুসন্ধান করে মহামূল্যবান এ মুদ্রাগুলো উদ্ধার করে সরকারি কোষাগারে রক্ষিত রাখার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।