
যে জাতির সাহিত্য সংস্কৃতি নেই সে জাতি দুর্বল
……শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি
স্টাফ রিপোর্টার
জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা ২০১৭ ও ২০১৮ এবং জেলা প্রশাসক পান্ডুলিপি পুরস্কার ২০১৮ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সংগীতজ্ঞ, নাট্যশিল্পী, যন্ত্রশিল্পী আছেন তারা সবাই যার যার ক্ষেত্রে অনন্য। মোবাইলের জন্য এখন হাততালি কমে যাচ্ছে। তবে আমাদেরে হৃদয়ে সবার জন্য ভালবাসা বহমান আছে। গুণের কদর করতে হয়, তাই স্বীকৃতি প্রয়োজন হয়। কোন মানুষ, যে জাতির সাহিত্য-সংস্কৃতি নাই তাহলে সে জাতি দুর্বল। কিন্তু বাঙালি জাতি গর্বিত আমাদের গৌরবের ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। শুধু বিজ্ঞান ও অর্থ দিয়ে কোন জাতি মর্যাদার আসনে আসতে পারে না। সংস্কৃতি ও সাহিত্য দিয়ে সমাজের সব অন্ধকার দূর করবো। খুব শীঘ্রই সাহিত্য চর্চার জন্য বড় আকারে অডিটোরিয়াম নির্মাণ করা হবে। যেখানে আমাদের ছেলে-মেয়েরা মন খুলে সাহিত্য চর্চা করবে। চর্চার প্রতিবন্ধকতা থাকা সত্বেও আমাদের ছেলে-মেয়েরা জেলা ও জাতীয় পর্যায়ে তাদের নৈপুণ্যের স্বাক্ষর রাখছে।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ও জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে এবং জেলা শিল্পকলা একাডেমীর কলচারাল অফিসার সৈয়দ আয়াজ মাহবুদের পরিচালনায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ এস এম দেলওয়ার হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তীসহ আরো অনেকে।
২০১৭ সালের জন্য জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক পেয়েছেন- কাজী শাহাদাত (সৃজনশীল সংগঠক), গৌরাঙ্গ সাহা (সঙ্গীত), শরীফ চৌধুরী (নাট্যকলা), গোবিন্দ মন্ডল (যাত্রাপালা) ও পীযূষ কান্তি রায় চৌধুরী (আবৃত্তি)।
২০১৮ সালের জন্য জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক পেয়েছেন- মুখলেছুর রহমান মুকুল (সাহিত্য), চম্পক সাহা (সঙ্গীত), চন্দন সরকার (নাট্যকলা), বাবুল কৃষ্ণ বিশ্বাস (যন্ত্র সঙ্গীত) ও রাখাল চন্দ্র মজুমদার (সৃজনশীল সংগঠক)।
এছাড়া জেলা প্রশাসক পান্ডুলিপি পুরস্কার-২০১৮ পেয়েছেন ইকবাল পারভেজ ও সৌম্য সালেক।
০৩ অক্টোবর, ২০১৯।