শাহ্ আলম খান
চাঁদপুর শহরে স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানায় ৭ জনকে ২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৯ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম।
তিনি জানান, করোনাভাইরাস সংক্রমন দ্রুত বৃদ্ধির কারণে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানায় ৭ জনকে ২ হাজার টাকা জরিমানা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় সার্বিকভাবে সহযোগিতা করেন সেনাবাহিনী সদস্যবৃন্দ।
১৯ জুন, ২০২০।