চাঁদপুরে ১৮ কেন্দ্রে সোয়া ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

 

বাংলাদেশ কওমী মাদ্রাসার শিক্ষা বোর্ডের কেন্দ্রিয় পরীক্ষায়

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত বেফাকুল আরাবিয়া বাংলাদেশের কর্তৃক পরিচালিত কেন্দ্রিয় পরীক্ষায় চাঁদপুরের ১৮টি মাদ্রাসার ২ হাজার ২শ’ ২৮ জন ছাত্র-ছাত্রী অংশ নিয়েছে।
জানা যায়, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৫ম শ্রেণির কেন্দ্রিয় পরীক্ষা সারা দেশের মতো চাঁদপুরেও শুরু হয়েছে। গত ১৮ মার্চ থেকে চাঁদপুরের ১০২টি মাদ্রাসার ২ হাজার ২শ’ ২৮ জন ছাত্র-ছাত্রীর ১৮টি কেন্দ্রে এ পরীক্ষা চলছে। এর মধ্যে ১০টি কেন্দ্রে ৫৮টি মাদ্রাসার ১হাজার ৫শ’ ২৬ জন ছাত্র এবং ৮টি কেন্দ্রে ৪৪টি মাদ্রাসার ৭শ’ ২ জন ছাত্রী অংশ নিচ্ছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩টি কেন্দ্রে ২৪টি মাদ্রাসার ৫শ’ ৫৯ জন ছাত্র, মতলব উত্তর উপজেলার ১টি কেন্দ্রে ৪টি মাদ্রাসার ৬৮ জন ছাত্র, ফরিদগঞ্জ উপজেলার ১টি কেন্দ্রে ১০টি মাদ্রাসার ১শ’ ৪৩ জন ছাত্র, হাজীগঞ্জ উপজেলার ২টি কেন্দ্রে ৫টি মাদ্রাসার ৩শ’ ৭ জন ছাত্র, কচুয়া উপজেলার ২টি কেন্দ্রে ১০টি মাদ্রাসার ৩শ’ ৩৫ জন ছাত্র, শাহরাস্তি উপজেলার ১টি কেন্দ্রে ৫টি মাদ্রাসার ১শ’ ১৪ জন ছাত্র।
অপরদিকে চাঁদপুর সদর উপজেলায় ২টি কেন্দ্রে ১৭টি মাদ্রাসার ২শ’ ৯৫ জন ছাত্রী, কচুয়া উপজেলায় ৩টি কেন্দ্রে ১২টি মাদ্রাসার ২শ’ ৫২ জন ছাত্রী, হাজীগঞ্জ উপজেলায় ২টি কেন্দ্রে ৬টি মাদ্রাসার ১শ’ ১৪ জন ছাত্রী, মতলব দক্ষিণ উপজেলায় ১টি কেন্দ্রে ৩টি মাদ্রাসার ৪১ জন ছাত্রী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে।
২২ মার্চ, ২০২১।