এস এম সোহেল
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিট ও কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ দিনে করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে ২০ জন মৃত্যুবরণ করেছেন। শনিবার (২৪ জুলাই) থেকে সোমবার (২৬ জুলাই) পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের দায়িত্বরত কর্মকর্তা ডা. সুজাউদ্দৌলা রুবেল ও কচুয়া উপজেলা স্বাস্থ্য বিভাগ মৃতদের এসব তথ্য নিশ্চিত করে।
সোমবার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মৃতরা হলেন- চাঁদপুর শহরের প্রফেসর পাড়ার বাচ্চু মিয়া (৬৫), শাহরাস্তি উপজেলায় খিলা পাথৈর এলাকার আমিনুল হক (৭০) এবং টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক এলাকার হাজি আবুল হাশিম (৭০)।
উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া বদরপুর গ্রামের অলিউল্লাহ (৬০) এবং কচুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামের সুফিয়া বেগম (৬০)। তাদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (২৪ জুলাই) করোনায় আক্রান্ত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ৫ জন, উপসর্গ নিয়ে ১ জন ও কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসর্গ নিয়ে ৩ জনসহ জেলায় ৯ জন মৃত্যুবরণ করেছেন।
করোনা আক্রান্ত মৃতরা হলেন- সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রামদাসদী গ্রামের মেহেদী হাসান (৩৬), মৈশাদী ইউনিয়নের মৈশাদী গ্রামের মায়মুনা (৬৫), ফরিদগঞ্জ উপজেলার উত্তর গোবিন্দপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের সাজেদা বেগম (৫৫), শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া এলাকার শুয়াপাড়া গ্রামের সাজেদা বেগম (৭০) ও মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নাগদা গ্রামের ফজলুল হক (৭০)।
সদর হাসপাতালে উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন ফরিদগঞ্জ উপজেলার পূর্ব এখলাশপুর গ্রামের সিরাজুল ইসলাম।
এছাড়া কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের দেলোয়ার হোসেন (৭৫) ও তার স্ত্রী ফয়জুন্নেছা (৬০) এবং কড়ইয়া ইউনিয়নের পরানপুর সরকারি গ্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী সুমন পাটওয়ারী (৩৫)। সে পরানপুর গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে।
এছাড়া রোববার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করোনা আইসলোশেন ইউনিটে করোনা ও উপসর্গ নিয়ে ৬ জন মৃত্যুবরণ করেছেন। মৃতরা হলেন- চাঁদপুর শহরের গুণরাজদী এলাকার তাজুল ইসলাম (৭০)। তিনি করোনা পজেটিভ নিয়ে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালে মারা যান।
এছাড়া করোনা উপসর্গ নিয়ে মতলব উত্তর উপজেলার পাঠান বাজার এলাকার শিরিন আক্তার (৫৫), একই উপজেলার ইন্দুরিয়া গ্রামের জাহানারা বেগম (৬২) ও ঘিলাতলী গ্রামের তাহেরা বেগম (৭১), হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের ফাতেমা বেগম (৮৫) এবং চাঁদপুর শহরের মেরকাটিজ রোডের সফিকুল ইসলাম (৬২)।
২৭ জুলাই, ২০২১।