চাঁদপুরে ৪৪ ইউপি সচিবের রদবদল

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদের ৪৪জন ইউপি সচিবের বদলির আদেশ জারি করা হয়েছে। গত ১৭ এপ্রিল চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ স্বাক্ষরিত চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা যায়।
বদলিকৃত সচিবরা হলেন- বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সচিব আনোয়ার হোসেন গাজীকে ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদে, কল্যাণপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. জসিম উদ্দিনকে হাইমচর উপজেলার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদে, মৈশাদী ইউনিয়ন পরিষদের সচিব মো. আবু বকর ছিদ্দিক তালুকদার মানিককে আশিকাটি ইউনিয়ন পরিষদে, তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদের সচিব বেগম তাছলিমা আক্তারকে বালিয়া ইউনিয়ন পরিষদে, বালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মুনসুর আহমেদকে তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদে, ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের সচিব ছালামত উল্ল্যাহ খানকে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদে, চান্দ্রা ইউনিয়ন পরিষদের সচিব বিল্লাল হোসেনকে আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদে, রাজরাজেশ^র ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান সর্দারকে কল্যাণপুর ইউনিয়ন পরিষদে, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. মানিক মিয়াকে এখলাশপুর ইউনিয়ন পরিষদে, কলাকান্দা ইউনিয়ন পরিষদের সচিব শ্যামল চন্দ্র দাসকে নারায়নপুর ইউনিয়ন পরিষদে, মোহনপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. জসিম উদ্দিন মজুমদারকে ফরাজীকান্দী ইউনিয়ন পরিষদে, এখলাশপুর ইউনিয়ন পরিষদের সচিব করিম আহম্মদকে দুর্গাপুর ইউনিয়ন পরিষদে, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সচিব মো. নাছির আহমদ খানকে মোহনপুর ইউনিয়ন পরিষদে, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের সচিব মানসী সাহাকে খাদেরগাঁও ইউনিয়ন পরিষদে, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের সচিব মো. ইব্রাহিম খলিলকে নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদে, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সচিব মো. নাছির আলমকে উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদে, নারায়নপুর ইউনিয়ন পরিষদের সচিব মশিউর রহমানকে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদে, উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের সচিব শংকর আচার্য্যকে মৈশাদী ইউনিয়ন পরিষদে, রাজারগাঁও ইউনিয়ন পরিষদের সচিব দিদাউল রহমান পাঠানকে গোহাট উত্তর ইউনিয়ন পরিষদে, কালচো উত্তর ইউনিয়ন পরিষদের সচিব মো. আবুল কালাম তপাদারকে টামটা উত্তর ইউনিয়ন পরিষদে, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের সচিব রফিকুল ইসলামকে হাট্টিলা পশ্চিম ইউনিয়ন পরিষদে, হাট্টিলা পশ্চিম ইউনিয়ন পরিষদের সচিব ইয়াকুব আলী তালুকদারকে কালচো উত্তর ইউনিয়ন পরিষদে, দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদের সচিব নুরুল ইসলাম মোল্লাকে টামটা দক্ষিণ ইউনিয়ন পরিষদে, মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদের সচিব মো. মাইনুল ইসলামকে রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদে, টামটা উত্তর ইউনিয়ন পরিষদের সচিব দুলাল চন্দ্র ঘোষকে সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদে, রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদের সচিব মো. আমির হোসেনকে মেহের দক্ষিণ ইউনিয়ন পরিষদে, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের সচিব সনজিৎ চন্দ্র চন্দকে চিতোষী পূর্ব ইউনিয়ন পরিষদে, চিতোষী পূর্ব ইউনিয়ন পরিষদের সচিব মৃত্যুঞ্জয় চক্রবর্তীকে রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদে, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সচিব মো. দিদারুল আলমকে গন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নে, টামটা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সচিব লিটন চন্দ্র পোদ্দারকে সহদেবপুর পশ্চিম ইউনিয়ন পরিষদে, কড়াইয়া ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ ফররুখ আহম্মদকে আশ্রাফপুর ইউনিয়ন পরিষদে, গোহাট উত্তর ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল মান্নান (০৩) কে গোহাট দক্ষিণ ইউনিয়ন পরিষদে, গোহাট দক্ষিণ ইউনিয়ন পরিষদের সচিব মকবুল হোসেন পাটওয়ারীকে কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদে, আশ্রাফপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. ওয়ালী উল্ল্যাহকে (০১) কে কড়াইয়া ইউনিয়ন পরিষদে, সহোদেবপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সচিব মো. রফিকুল ইসলামকে (০৩) কে দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদে, কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদের সচিব মো. মফিজুর রহমানকে রাজারগাঁও ইউনিয়ন পরিষদে, গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের সচিব দেলোয়ার হোসেনকে গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদে, গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের সচিব অম্ন দেকে গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদে, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল মান্নান পাটওয়ারীকে চরদুখিয়া পূর্ব ইউনিয়ন পরিষদে, চরদুখিয়া পূর্ব ইউনিয়ন পরিষদের সচিব মো. কামাল হোসেনকে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদে, আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদের সচিব মো. আজহারুল হক গাজীকে চরবৈরভী ইউনিয়ন পরিষদে, আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের সচিব বশিরুল্লা খন্দকারকে চান্দ্রা ইউনিয়ন পরিষদে, চরভৈরবী ইউনিয়ন পরিষদের সচিব শ্যামল চন্দ্র মহাজনকে রাজরাজেশর ইউনিয়ন পরিষদে, বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের সচিব মহিউদ্দিন আহমেদকে বাগানবাড়ি ইউনিয়ন পরিষদে (অতিরিক্ত দায়িত্ব কলাকান্দা ইউনিয়ন পরিষদ মতলব উত্তরে) বদলি করা হয়।
আদেশে আরও বলা হয়, বদলিকৃত সচিবদের ২৪ এপ্রিলের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়েছে। অন্যথায় ২৫ এপ্রিল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

২৫ এপ্রিল, ২০২২।