জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদকের মায়ের পরলোকগমন

মতলব দক্ষিণ ব্যুরো
চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রোটারিয়ান তমাল কুমার ঘোষের মা তরঙ্গ বালা ঘোষ (৭৮) বার্ধক্যজনিত কারণে একটি বেসরকারি হাসপাতালে গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। পরে প্রয়াত তরঙ্গ বালা ঘোষের মরদেহ মহাশ্মশানে সৎকার করা হয়।
এদিকে তমাল কুমার ঘোষের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মতলব দক্ষিণ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, সাধারণ সম্পাদক চন্দন সাহাসহ নেতৃবৃন্দ। তারা এক বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।