জেলা প্রশাসকের সাথে ইল্শেপাড় সম্পাদকের সৌজন্য সাক্ষাত

ইল্শেপাড় রিপোর্ট
দেশের বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী এবং দৈনিক ইল্শেপাড়ের সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মাজেদুর রহমান খান এবং চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
গতকাল সোমবার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মো. মিজানুর রহমান পত্রিকা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমানের সাথে আলাপ করেন। দুপুর ২টায় তিনি ঢাকায় ফিরে যান।
এসময় তাঁর সাথে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন ও চীফ রিপোর্টার এসএম সোহেলসহ পত্রিকার অন্যান্যরা উপস্থিত ছিলেন।