জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

আবরার হত্যার মাধ্যমে আ.লীগ ১১ বছরের রেকর্ড ভঙ করেছে  ……………শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার
বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যাকারী ছাত্রলীগ গুন্ডাদের ফাঁসি, হাসিনা কর্তৃক দেশবিরোধী চুক্তি বাতিল ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা বিএনপি কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি তাঁর বক্তব্যে বলেন, ছাত্রলীগ দ্বারা পিটিয়ে বুয়েট ছাত্র আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। যা আওয়ামী লীগের ১১ বছরে রেকর্ড ভঙ্গ করেছে। পাপ যখন বেড়ে যায়, তখন তা ধরা পড়ে যায়। তেমনি মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে তা ধরা পড়ে গেছে। এই সরকারকে বলব, আপনারা এই ছাত্র সংগঠন দ্রুত বিলুপ্ত করুন। এই হত্যা মামলার অনেক প্রমাণ রয়েছে। আবরার হত্যায় ১৯ জন জড়িত, এদের আইনের আওতায় দ্রুত আনুন। তিনি আরো বলেন, মাতৃতুল্য সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে অন্ধকার কারাগারে রাখা হয়েছে। আমরা আইনী প্রক্রিয়ার মাধ্যমে তাকে মুক্ত করতে চেয়েছি। আমাদের ধৈর্য্যরে বাঁধ ভেঙ্গে গেলে জেলের তালা ভেঙ্গে মুক্ত করে আনবো। আপনারা দেখেছেন ছাত্ররা ১০ দফা দাবি নিয়ে রাজপথে ছিল। তাদের দাবি আপনারা বাস্তবায়ন করেছেন। তেমনি খালেদা জিয়ার মুক্তির দাবি আমরা সরকারের কাছে চেয়েছি। কিন্তু সেই দাবি মানা হয়নি। আমরা এখন আন্দোলনে যাব। শুধু খালেদা জিয়াই নয়, তারেক জিয়া প্রবাসে অসুস্থ অবস্থায় আছেন। তাকেও আমরা দেশের মাটিতে ফিরিয়ে আনবো। জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনির চৌধুরীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিমুল্লাহ সেলিম, যুগ্ম-আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, দেওয়ান মো. সফিকুজ্জামান, আক্তার হোসেন মাঝি প্রমুখ।
পরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদসহ জাতীয়তাবাদী দলের যেসব নেতাকর্মী পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাও. মো. জসিম উদ্দিন পাটওয়ারী।

নিউজের সাথে ছবি – ০৬