পড়ালেখা ও খেলাধুলায় সবসময় সহযোগিতা থাকবে
….পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুলাই) বিকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
হিউম্যান হেল্প ফাউন্ডেশন ও গণপাঠাগারের আয়োজনে অনুষ্ঠিত এ ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি কিশোর ও তরুণ এবং যুবকসহ আমরা যারা প্রাপ্ত বয়স্ক আছি সবাইকে নিয়মিত খেলাধুলা ও বিনোদমূলক কাজে অংশগ্রহণ করতে হবে। কারণ, খেলাধুলা কিশোর ও তরুণদের শারিরিক ও মানসিক বিকাশে সহযোগিতা করে এবং তাদেরকে অপরাধমূলক কাজ থেকে দূরে রাখে।
তিনি কিশোর ও তরুণসহ উপস্থিতির উদ্দেশে বলেন, আর্থিক অস্বচ্ছলতার কারণে যাদের পড়ালেখা এবং যেসব প্রতিষ্ঠান বা সংগঠনের খেলার উপকরণসহ বিভিন্ন সামগ্রী ক্রয় করতে পারেন না, তাদের জন্য পৌরসভাসহ আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবসময় সহযোগিতা অব্যাহৃত থাকবে। এ সময় তিনি কিশোর, তরুণ ও যুবকদের অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে নিয়মিত টুর্নামেন্ট আয়োজনসহ খেলাধুলা অব্যাহত রাখার আহ্বান জানান।
বক্তব্য শেষে বিজয়ী দল স্পেন ও বিজিত দল (রানারআপ) ব্রাজিলের খেলোয়াড়সহ সংশ্লিষ্টদের হাতে চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি এবং আয়োজকদের হাতে অনুদান তুলে দেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর কাজী মনির হোসেন ও হাজি মো. কবির হোসেন কাজী প্রমুখ।
শিক্ষক মো. জাহিদ হাসানের পরিচালনায় আয়োজক কমিটির পক্ষে বক্তব্য রাখেন মো. হান্নান তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম খাঁন, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার, ওয়ালটন প্লাজা হাজীগঞ্জ বাজার শাখার ম্যানেজার মো. খোরশেদ আলম প্রমুখ।
এসময় হিউম্যান হেল্প ফাউন্ডেশন ও গণপাঠাগারের সভাপতি মো. সাইফুল ইসলাম মিয়াজী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ঈমান হোসেন মুন্সী, মতিন কাজী, আয়োজক কমিটির মধ্যে শাকিল আহমেদ সুমন, আব্দুল্লাহ কাজী, শান্তসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা (রেপারি) করেন মো. পলাশ খন্দকার।
উল্লেখ্য, টোরাগড় ফুটবল প্রিমিয়ার লীগের ৫ম আসরের ফাইনাল খেলায় স্পেন ২-১ গোলে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
১৩ জুলাই, ২০২৩।