
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি’র পক্ষে চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ডে অসহায়-দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ ও ভারপ্রাপ্ত সাধারণ সস্পাদক আমিনুল ইসলাম বাবুলসহ নেতৃবৃন্দ। -ইল্শেপাড়
এস এম সোহেল
চাঁদপুর পৌরসভার ১, ২, ৩, ৪, ৬ ও ৭নং ওয়ার্ডে অসহায়-দুঃস্থ শীতার্তদের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ আসনের সাংসদ ডা. দীপু মনির পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পৌর ১, ২, ৩, ৪, ৬ ও ৭নং ওয়ার্ডে এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, ভারপ্রাপ্ত সাধারণ সস্পাদক আমিনুল ইসলাম বাবুল, প্রচার সস্পাদক এমরান হোসেন সেলিম, সদস্য সেলিম মিয়াজী, জেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এমএ ছাত্তার সিদ্দিকী, পৌর যুবলীগের আহ্বায়ক আ. মালেক শেখ, পৌর ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানাসহ নেতৃবৃনন্দ।
সকাল ১০টায় পৌর ১নং ওয়ার্ডের পুরাণবাজার দাতব্য চিকিৎসালয়ে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আছলাম গাজী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মানিক, আওয়ামী লীগ নেতা ভুট্টু হাওলাদার, আনোয়ার ঢালীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
সকাল ১১টায় পৌর ২নং ওয়ার্ডের পুরাণবাজার মিজি বাড়িতে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের মিজি, সহ-সভাপতি রেজ্জাক মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক তাহের শেখসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বেলা ১২টায় পৌর ৩নং ওয়ার্ডের পুরাণবাজার লোহারপুল প্রভাতী মার্কেটে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আ. লতিফ গাজী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজ বেপারী, সাধারণ সম্পাদক গাজী মো. হাসানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
দুপুর ২টায় পৌর ৬নং ওয়ার্ডের ১০নং খেয়াঘাট ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিলদার হোসেন লিটন, সহ-সভাপতি মনিরুল ইসলাম মানিক, দপ্তর সম্পাদক লিটন রায়, আওয়ামী লীগ নেতা মালেক সর্দার, দুলাল বেপারী, জামাল সর্দার, কাজী হাসানাত, আইয়ুব আলী আখন্দ, দিপক রায়, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মানিক চন্দ্র দাস, ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোহন, হুমায়ুন, রাহা চৌধুরী, অয়ন প্রমুখ।
বিকেল ৪টায় পৌর ৪নং ওয়ার্ডের নতুন বাজার-পুরাণ বাজার ব্রিজ সংলগ্ন কমিউনিটি পুলিশিং কার্যালয়ে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল পাটওয়ারী, সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লবসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
সবশেষে সন্ধ্যা ৭টায় পৌর ৮নং ওয়ার্ডের গণি মডেল উচ্চ বিদ্যালয়ে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান বদু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাদশাসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।