ডাসাদী উবি’র ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন


সজীব খান
চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের ডাসাদী উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চাঁদপুরের উন্নয়নের রুপকার, চাঁদপুর-হাইমচার নির্বাচনী এলাকার এমপি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। গত মঙ্গলবার দুপুর ১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় তিনি সুধী সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি আবারো নৌকা মার্কায় সবার কাছে ভোট প্রার্থনা করে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য শেখ হাসিনা সরকারকে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত করার জন্য সবাইকে অনুরোধ করেন।
এ সময় উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, কল্যাণপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ সাখাওয়াত হোসেন পাটওয়ারী রনি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ খান, সহ প্রচার সম্পাদক মনির গাজী, কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শফিকুল ইসলাম সফু, আওয়ামী লীগ নেতা ইলিয়াছ চৌধুরীসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।