স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে গত শুক্রবার সকাল ১১টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজন করা হয় ডিআইইউ স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট ও সাইকেল র্যালি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এফেয়ার্সের ডীন প্রফেসর ড. মোস্তফা কামাল প্রধাণ অতিথি হিসেবে এ টুর্নামেন্ট ও র্যালি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান, ডিআইইউ স্পোর্টস ক্লাবের মডারেটর ড. এবিএম কামাল পাশা ও ডেপুটি রেজিষ্ট্রার ইসহাক মিজি। অনুষ্ঠান পরিচালনা করেন ফিজিক্যাল ইন্সট্রাক্টর সাদ অঅন্দালিব জয়। টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করে।
দল চারটি হল ‘ক্যাপ্টেন এম মনসুর আলী’, ‘তাজুদ্দিন আহমেদ’ এ এইচএম কামরুজ্জামান ও সৈয়দ নজরুল ইসলাম দল। সাইকেল র্যালিটি বিরুলিয়া ব্রিজ থেকে শুরু হয়ে ড্যাফোডিল স্মার্ট সিটি প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়।
২৮ মার্চ, ২০২১।
