প্রেস বিজ্ঞপ্তি
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় অনলাইন নিউজ পোর্টাল ‘বিডিসমাচার ২৪ ডটকম’ (bdsomachar24) এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে উদযাপন হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ বিডিসমাচার ২৪ডটকম’র উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, বিডিসমাচার প্রতিষ্ঠালগ্ন থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। পাঠকের এই আস্থাকে ধরে রাখার আহ্বান জানান তিনি।
উপাচার্য বলেন, ইতোমধ্যে বিডিসমাচার জাতীয় গণমাধ্যমে পরিণত হয়েছে। পত্রিকার ভবিষ্যৎ সফলতা কামনা করছি এবং বিডিসমাচার দীর্ঘজীবী হোক এই প্রত্যাশা করি।
বিডিসমাচার ২৪ ডটকম’র সম্পাদক ও প্রকাশক মুহা. মহসিন হোসেনের সভাপতিত্বে এবং সহ-সম্পাদক মো. আব্দুর রাজ্জাক খানের পরিচালনায় বক্তব্য রাখেন শেকৃবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক (শেকৃবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, কৃষকরতœ শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. আয়েশা আক্তার (আঁখি), শেকৃবি’র জনসংযোগ কর্মকর্তা মো. বশিরুল ইসলাম, শেকৃবি সাংবাদিক সমিতির সভাপতি মহিবুল আলম সবুজ, সেকশন অফিসার কৃষিবিদ মোস্তফা পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক হাবিবুর রহমান, সহকারী রেজিস্ট্রার মো. জান্নাত চৌধুরী, সেকশন অফিসার মো. রমিজ উদ্দিন ও মো. ইকবাল হোসেন, বিডিসমাচারের শেকৃবির প্রতিনিধি আরাফাতসহ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষ করে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
২৫ সেপ্টেম্বর, ২০১৯।